বুধবার ১৩ নভেম্বর ২০২৪ ২৯ কার্তিক ১৪৩১
শিরোনাম: হাসিনা সঙ্গী-সাথী ফেলে রেখে স্বার্থপরের মতো পালিয়ে গেছেন: রিজভী       রাতে দেশের প্রধান দুই শহরে অগ্নিকাণ্ড       স্থায়ী কমিটির বৈঠক: জামায়াত ইস্যুতে যে তাগিদ বিএনপি নেতাদের       আবারও খুলনায় ভোক্তা-অধিকারের অভিযানে ৪৪ হাজার টাকা জরিমানা       উলামাদের মধ্যে রুহানী ঐক্য প্রয়োজন : জামায়াতের আমির       শাইখ সিরাজের বিরুদ্ধে প্রতারণার মামলা প্রত্যাহার ব্রাউনিয়ার       হাজারের বেশি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন      
গিন্নীর ভাষণ,এ কে সরকার শাওন
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩, ৩:৩০ পিএম |

মান চাও মান দিব,
তাতে বাড়ে সম্মান!
শতবার মিনতি করি
রেগো না গো চান।

রাগ করা পাগলামি,
ক্ষতি অতিশয়!
রেগে গেলে হার হয়
গুরুজনে কয়!

রাগ করা   অতি বারণ
পানে খসলেই চুন!
অন্তরে অন্তরের জন
নিরবে  হয় খুন!

অতি রাগে গঙ্গা বয়
অভিমানীর দিলে।
নীরবে নিভৃতে প্রেমী
জ্বলে তিলে তিলে!

টুন টুন রাগে বাড়ে প্রেম,
প্রেয়সী হয় উতলা!
টেকসই রাগে সর্বনাশ;
অন্যপক্ষ খেলে খেলা!

সংসার রণে দু'জন দু'খানে
আবার নতুন সংসার।
প্রথমের মত হয় না কভু
সম্তানের চির অন্ধকার। 

শূণ্য আসন শূণ্য স্থান
কখনো হয় না পূরণ! 
জোড়াতালির জীবনে
সংসারে টানাপোড়ন! 

অভিযোগ অনুযোগ সব
বলো মন খুলে!
ভালবাসি যদিই বলো 
এসো ক্ষমার আঁচলে।

রাগে সংসার  রণক্ষেত্র 
ক্ষমায় ভালবাসার চাষ!
অভিমানের আনন্দাশ্রুতে
সোনালী দিনের আশ!

এতো বড় ভাষণ দিলোম
ঢুকেছে কিছু কানে?
কার পাল্লায় পড়েছি হায়
এ জগলু কোন ধ্যানে!

কবিতঃ গিন্নির ভাষণ
কাব্যগ্রন্থঃ আলো-ছায়া 
এ কে সরকার শাওন
শাওনাজ ভিলা, উত্তরখান, ঢাকা!
২৩ আগষ্ট ২০২৩






আরও খবর


সম্পাদক : এ এইচ এম তারেক চৌধুরী, সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪
প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০।
নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৬৭৭২১৯৮৮০।
e-mail: [email protected], web: 71sangbad.com