শিরোনাম: |
বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ৩ কেজি সোনার বারসহ আটক-৩ জন
মোঃ-সেলিম রেজা তাজ, স্টাফ রিপোর্টার
|
![]() বুধবার সকাল সাড়ে ১১ টার দিকে দৌলতপুর সীমান্তের বারোপোতা বাজার এলাকা থেকে সোনার বারগুলো উদ্ধার করা হয়েছে বলে জানান খুলনা ২১ বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর রহমান পিএসসি। ![]() এ সময় একটি প্রাইভেটকারে থাকা সন্দেহভাজন ৩ জনকে সোনার বার সহ আটক করা হয়। পরে তাদের শরীর তল্লাশি করে চারটি সোনারবার পাওয়া যায়। যার মূল্য দুই কোটি ৬৫ লাখ টাকা। এ ব্যাপারে আটক তিনজন পাচারকারীর নামে বেনাপোল পোর্ট থানায় মামলা দিয়ে সোনার চালানটি যশোরের ট্রেজারি শাখায় জমা করা হবে বলে তিনি জানান। |