শিরোনাম: |
প্রজ্ঞান
এ কে সরকার শাওন
|
![]() আমার বসত বাড়ী। মামার বাড়ী চাঁদে ঘুরছি প্রজ্ঞান আমার গাড়ী! কোটি তারা ফুলে পৃথ্বী এই মহাবিশ্বে সেরা। সুখ স্বপ্নের আলো ছায়ায় মায়বী নিসর্গে ঘেরা! গুনে মানে ধ্যানী ধনী আমরা মানুষজন। নিখিল বিশ্ব মুঠোয় নিবো এই আমাদের পণ! মামার বাড়ীর পরে যাবো মঙ্গল মাসীর বাড়ী! এ কথায় হাসবে বোকা জগলু কয় আনাড়ী! অষ্টধাতুর মূল্য জানি কুড়িয়ে আনবো ধরায়। সমভাবে বিলিয়ে মোরা দরিদ্রতা দেব হটায়। তীরন্দাজ যুদ্ধবাজ সব ধুলোয় যাবে মিলিয়ে! মিথ্যা অসার কুসংস্কার পালাবে লেজ গুটিয়ে! মহাবিশ্বে এই পৃথিবী একটি মহাগ্রাম! মিলেমিশে রবো মোরা আনন্দে ধুমধাম।
|