সোমবার ২০ জানুয়ারি ২০২৫ ৭ মাঘ ১৪৩১
শিরোনাম: জাতীয়করণের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা সমাবেশ       জামায়াতে ইসলামী আজ গণমানুষের আস্থা ও ভালোবাসার দল       বিএনপির জন্য আগামী নির্বাচন এত সহজ নয় : তারেক রহমান       জাতীয় শিক্ষক ফোরামের প্রদান দাবি স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ করতে হবে       আলেমদের অবদানের স্বীকৃতি দিতে হবে ঘোষণাপত্রে: হেফাজত আমির       ফিলিস্তিনিরা ধ্বংসস্তূপে দাঁড়িয়ে স্বস্তির প্রহর গুনছেন        বাংলার জমিনে সন্ত্রাস চাঁদাবাজি দখলদারিত্বমুক্ত ইনসাফ কায়েমের লড়াই চলবেই : আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান      
পুলিশের দায়িত্বশীল ও কর্মদক্ষতায় বড় ধরনের দূর্ঘটনা থেকে বেঁচে গেল -এনআরবিসি ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট
প্রকাশ: রোববার, ১০ সেপ্টেম্বর, ২০২৩, ১০:০৮ পিএম |

পুলিশের দায়িত্বশীল ও কর্মদক্ষতায় বড় ধরনের দূর্ঘটনা থেকে বেঁচে গেল -এনআরবিসি ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মোঃ রুহুল আমিন । তিনি সাতক্ষীরার উদ্দেশ্যে স্বপরিবারে যাত্রা করে, রাত ২টার সময় শিবচর উপজেলা অতিক্রম করার সময় তার গাড়িটি নষ্ট হয়ে যায় । এ সময় তিনি ৯৯৯ এ কল করেন,কিছুক্ষণের মধ্যেই শিবচর থানা থেকে ২জন কর্তব্যরত পুলিশ অফিসার এসে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেন ।



তিনি তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে পোষ্ট করে বলেন ---
আমি মোঃ রুহুল আমিন, এনআরবিসি ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট পদে দীর্ঘদিন যাবৎ কর্মরত আছি। বিগত বৃহস্পতিবার, ৭ই সেপ্টেম্বর ২০২৩ তারিখে,আমার ব্যক্তিগত গাড়িতে গ্রামের বাড়ি সাতক্ষীরার উদ্দেশ্যে স্বপরিবারে যাত্রা শুরু করি। আনুমানিক রাত ২টার দিকে পদ্মা সেতু পার করে শিবচর উপজেলা অতিক্রম করার সময়ে হঠাৎ করেই  যান্ত্রিক গোলযোগের কারণে গাড়িটি বিকল হয়ে যায়। নির্জন সেই স্থানে আশেপাশে কোন লোকালয় না থাকায় আমরা বিচলিত হয়ে পড়ি। এমন অবস্থায় আমরা উপায়ান্তর না দেখে ৯৯৯ নম্বর এ কল করে আমাদের অসুবিধার কথা জানাই। কিছুক্ষণের মধ্যেই শিবচর থানা থেকে ২জন কর্তব্যরত পুলিশ অফিসার এসে আমাদের আশ্বস্ত করেন এবং প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করেন। তাদের এই সময়োচিত দায়িত্বশীল পদক্ষেপের কারণে আমরা পুনরায় আমাদের যাত্রা শুরু করতে সমর্থ হই।  


আমার এই পোস্টের কারণ হচ্ছে, দেশের মানুষকে বাংলাদেশ পুলিশের দায়িত্বশীলতা ও কর্মদক্ষতার বিষয়ে অবগত করা, ৯৯৯ এর মত একটি যুগান্তকারী সার্ভিস যে মানুষের কল্যাণে কতটা কার্যকরি সেটা জানানো এবং বিশেষভাবে শিবচর থানায় কর্মরত পুলিশ কর্মর্তাদের আন্তরিক ধন্যবাদ জানানো।







আরও খবর


সম্পাদক : এ এইচ এম তারেক চৌধুরী, সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪
প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০।
নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৬৭৭২১৯৮৮০।
e-mail: [email protected], web: 71sangbad.com