শিরোনাম: |
গোবিন্দগঞ্জে র্যাব কর্তৃক সাড়ে ৯ কেজি গাঁজাসহ একজন গ্ৰেফতার
গাইবান্ধা থেকে আঃ খালেক মন্ডলঃ
|
![]() বুধবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে র্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় গোবিন্দগঞ্জ উপজেলার হরিরামপুর ইউপির ক্রোড়গাছা গ্রামে সাড়ে ৯ কেজি গাঁজাসহ শফিকুল ইসলাম (৫২) নামের মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। এ ঘটনার সাথে জড়িত সন্তোষ চন্দ্র বর্মণ (৪৫) নামের আরও একজন পালিয়েছে। গ্রেফতারকৃত আসামী শফিকুল ইসলাম গোবিন্দগঞ্জ উপজেলার হরিরামপুর ইউনিয়নের ক্রোড়গাছা গ্রামের সালেক উদ্দিনের ছেলে। বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) রাতে র্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। মাদক কেনা -বেচার সময় সাড়ে ৯ কেজি গাঁজা জব্দ করাসহ শফিকুল ইসলামকে গ্রেফতার করা হয়। এরই মধ্যে সন্তোষ চন্দ্র বর্মণ নামের আরেক মাদক কারবারি পালিয়ে যায়। গ্রেফতারকৃত আসামী এবং পলাতকদের বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা দায়ের করা হয়েছে। |