শিরোনাম: |
আসাদুজ্জামান মন্ডল পেলেন জাতীয় প্রাথমিক শিক্ষা পদক
গাইবান্ধা থেকে আঃ খালেক মন্ডলঃ
|
![]() তিনি রংপুর কারমাইকেল কলেজ হতে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রী শেষ করে ২০০৩ সালে প্রথমে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারি শিক্ষক হিসেবে চাকুরীতে যোগদান করেন। পরবর্তীতে তিনি ২০১৪ সালে গাইবান্ধা জেলার সাদুল্লাপুরে সহকারী উপজেলা শিক্ষা অফিসার হিসেবে চাকুরীতে যোগদান করেন। বর্তমানে তিনি পলাশবাড়ী উপজেলা শিক্ষা অফিসে সহকারী উপজেলা শিক্ষা অফিসার হিসেবে কর্মরত আছেন। এ উপজেলায় মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নের লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে যুগোপযোগী করে গড়ে তোলার পাশাপাশি শতভাগ শিশু শিক্ষার্থী ভর্তি। করোনাকালীন শিখন-শিখানো কার্যক্রম, বিদ্যালয়গুলোর উন্নয়নমূলক কাজ ছাড়াও অন্যান্য কাজসমূহ শিক্ষা অফিসের নির্দেশনা মোতাবেক সঠিকভাবে তদারকি করাসহ শিক্ষকদের পেশাগত দায়িত্ব পালনে সহায়তা এবং উপজেলা শিক্ষা অফিসকে সার্বিকভাবে সেবা-সহযোগিতা প্রদানের মাধ্যমে অবিরাম কাজ করে যাচ্ছেন তিনি। তিনি রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার রামনাথপুর ইউনিয়নের মাদারপুর গ্রামের মো. মোজাম্মেল হক মন্ডল-এর ছেলে। এ পুরস্কার পেয়ে তিনি খুবই আনন্দিত। উপজেলা যাচাই-বাছাই কমিটি তাঁকে এ পুরস্কারে মনোনীত করায় কমিটির সকল সদস্যসহ প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা এবং ভালোবাসা জ্ঞাপন করেছেন।
|