শিরোনাম: |
ডিএসই ট্রেনিং একাডেমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ছাত্রছাত্রীবৃন্দের জন্য শিক্ষা সচেতনতামূলক কর্মশালা”
|
![]() এই উদ্যোগের অংশ হিসেবে গত ১২ সেপ্টেম্বর ২০২৩ তারিখে ডিএসই ট্রেনিং একাডেমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের শিক্ষক ও ছাত্র ছাত্রীবৃন্দের জন্য দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। উক্ত প্রশিক্ষণ কর্মশালার ৮৪ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডিএসই’র ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) এম. সাইফুর রহমান মজুমদার, এফসিএ, এফসিএমএ। তিনি বলেন, এই ধরনের প্রশিক্ষণ কর্মশালা অত্যন্ত সময়োপযোগী। এই প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে একজন ভবিষ্যৎ বিনিয়োগকারী তাত্মিক জ্ঞানের সাথে বাস্তব অভিজ্ঞতার সমন্বয়ে পুঁজিবাজারে বিনিয়োগের জন্য জ্ঞান অর্জন করতে পারবেন। এ ধরনের উদ্যোগের ফলে আগামী প্রজন্ম বিনিয়োগ শিক্ষায় শিক্ষিত হবে। যা পুঁিজবাজারের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি আরও বলেন, এই ধরনের প্রশিক্ষণ কর্মশালা আপনাদের জ্ঞানের পরিধিকে বৃদ্ধি করতে সহায়ক হবে। এছাড়াও আপনারা ডিএসই’র ওয়েবসাইট ও বিভিন্ন ব্রোকারেজ হাউজ থকে পুঁজিবাজার সম্পর্কে বিভিন্ন তথ্য পেতে পারেন। যা আপনাদের পুঁজিবাজারে বিনিয়োগে সহায়তা করবে। এই প্রশিক্ষণ কর্মশালাটি পরিচালনা করেন ডিএসই’র উপ মহাব্যবস্থাপক ও ট্রেনিং একাডেমির ইনচার্জ সৈয়দ আল আমিন রহমান। তিনি প্রশিক্ষণ কর্মশালায় পুঁজিবাজারের বর্তমান অবস্থা, প্রবৃদ্ধির সম্ভাবনা ও বিনিয়োগের পদ্ধতি নিয়ে আলোচনা করেন। প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স ডিপার্টমেন্টের চেয়ারম্যান অধ্যাপাক ড. মোঃ সগির হোসেন খন্দকার এবং সহযোগী অধ্যাপক শেখ আলমগীর হোসেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স ডিপার্টমেন্টের চেয়ারম্যান অধ্যাপাক ড. মোঃ সগির হোসেন খন্দকার এই ধরনের উদ্যোগের জন্য ডিএসইকে ধন্যবাদ জানান। |