বুধবার ৪ ডিসেম্বর ২০২৪ ২০ অগ্রহায়ণ ১৪৩১
শিরোনাম: মাওলানা মামুনুল হককে দেখতে হাসপাতালে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান       হাইকমিশনে হামলা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নষ্ট করার গভীর ষড়যন্ত্র : গোলাম পরওয়ার       আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ও বিএইচটি ইন্ড্রাস্ট্রিজ এর মধ্যে পে-রোল চুক্তি স্বাক্ষর       আজকের শেয়ারবাজার        এশিয়ার তিন দেশ সফরে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী       ব্যাংক খাতে প্রাতিষ্ঠানিক সুশাসন নেমে গেছে শূন্যের কোঠায়       আদানি থেকে বিদ্যুৎ কেনা অর্ধেকে নামিয়ে এনেছে বাংলাদেশ      
ইন্টার ইউনির্ভসিটি দলগত দাবা চ্যাম্পিয়নশিপ
প্রকাশ: সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩, ১০:৫১ এএম |

বাংলাদেশ দাবা ফেডারেশন ও স্পোর্টস বাংলার আয়োজনে এবং গ্রেট ওয়াল সিরামিকস ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর পৃষ্ঠপোষকতায় ইন্টার ইউনির্ভসিটি দলগত দাবা চ্যাম্পিয়নশিপ এ ঢাকা বিশ^বিদ্যালয় নাইটস মেয়ারস অপরাজিত চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেছে।


 ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সি, বাংলাদেশ রানার্স-আপ হবার গৌরব অর্জন করেছে। সপ্তম রাউন্ডের খেলা শেষে ঢাকা বিশ^বিদ্যালয় নাইটস মেয়ারস ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ ৭ খেলায় ১১ পয়েন্ট করে অর্জন করে। ঢাকা বিশ^বিদ্যালয় নাইটস মেয়ারস ১৮.৫ গেম পয়েন্ট অর্জন করায় চ্যাম্পিয়ন এবং ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ ১৭ গেম পয়েন্ট পেয়ে রানার্স-আপ হয়। 


ঢাকা বিশ^বিদ্যালয় নাইটস মেয়ারসের খেলোয়াড়রা হলেনঃ তানভীর আলম, সোহেল মিয়া, মোঃ নাহিদ হাসান, মোঃ ফজলে এলাহি, শান্ত চিচাম ও মোঃ আহসানুল হক ইমন। ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সি, বাংলাদেশ দলের খেলোয়াড়রা হলেনঃ বনিআমিন রবিন রহমান, অমিত বিক্রম রায়, তাজী জারিন তাসনিম, মোঃ মুনতাসির শাকিল খান, জাস্টিন ম্যাথাইয়াস বাড়ৈ ও আয়মান শাদ হামিদ।


 ঢাকা বিশ^বিদ্যালয় ক্যাসেল ক্রুসারস ১০ পয়েন্ট পেয়ে তৃতীয় স্থান লাভ করে। ঢাকা বিশ^বিদ্যালয় ক্যাসেল ক্রুসারসের খেলোয়াড়রা হলেনঃ গালিব হাসান এনওয়ে, সবুজ আহমেদ সাগর, ফয়সাল মাহমুদ হৃদয়, রাগিব শাহরিয়ার, রাতুল আহমেদ খান ও রাজ চৌহান। ৮ পয়েন্ট করে নিয়ে জগন্নাথ বিশ^বিদ্যালয় চতুর্থ ও খুলনা বিশ^বিদ্যালয় পঞ্চম স্থান লাভ করেন। ৭ পয়েন্ট করে নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটি ষষ্ঠ ও জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয় সপ্তম স্থান লাভ করে। 


সপ্তম রাউন্ডের খেলা আজ (রোববার) জাতীয় ক্রীড়া পরিষদের পুরাতন ভবনের তৃতীয় তলাস্থ দাবা ক্রীড়া কক্ষে অনুষ্ঠিত হয়। সপ্তম বা শেষ রাউন্ডের খেলায় ঢাকা বিশ^বিদ্যালয় নাইট মেয়ারস ২-২ গেম পয়েন্টে খুলনা বিশ^বিদ্যালয়ের সাথে ড্র করে। ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ ৩-১ গেম পয়েন্ট জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়কে ও জগন্নাথ বিশ^বিদ্যালয় ৪-০ গেম পয়েন্টে ঢাকা বিশ^বিদ্যালয় এলিট প্লেয়ার্সকে পরাজিত করে।


 ব্র্যাক বিশ^বিদ্যালয় ঈগল ২-২ গেম পয়েন্টে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাথে ড্র করে এবং ব্র্যাক বিশ^বিদ্যালয় ফিনিক্স ইউল্যাব ইউসিভার্সিটির বিরুদ্ধে ওয়াক-ওভার পায়। বোর্ড পুরস্কার লাভ করেন যথাক্রমেঃ ১ম বোর্ড- ব্র্যাক ইউনিভার্সিটি ফিনিক্সের অনত চৌধুরী, ২য় বোর্ড- ঢাকা বিশ^বিদ্যালয় নাইট মেয়ারসের সোহেল মিয়া, ৩য় বোর্ড- খুলনা বিশ^বিদ্যালয়ের আবু তাহের, ৪র্থ বোর্ড- ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মুত্তাকিন মন্ডল, অতিরিক্ত-১ঃ ঢাকা বিশ^বিদ্যালয় ক্যাসেল ক্রুসারসের রাতুল আহমেদ খান ও ব্র্যাক বিশ^বিদ্যালয় ঈগলের মাহজিন জিবরান প্রিথু। আগামীকাল (সোমবার) বেলা ৪-০০ (চার) টায় জাতয়ি ক্রীড়া পরিষদের পুরাতন ভবনের তৃতীয় তলাস্থ দাবা ক্রীড়া কক্ষে পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।  






আরও খবর


সম্পাদক : এ এইচ এম তারেক চৌধুরী, সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪
প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০।
নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৬৭৭২১৯৮৮০।
e-mail: [email protected], web: 71sangbad.com