সোমবার ১৪ অক্টোবর ২০২৪ ২৯ আশ্বিন ১৪৩১
শিরোনাম: প্রকল্প প্রস্তাবেই দুর্নীতি: ধরা পড়লে হইচই, শাস্তি হয়নি কারও       পাবনায় ট্রেজারি ভবন নির্মাণ: ব্যয় প্রস্তাব হয়েছে রেট শিডিউলের দ্বিগুণের বেশি       ছাত্র-জনতার আন্দোলনের একমাত্র মাস্টারমাইন্ড তারেক রহমান       যে ভিসায় ভারতে থাকার অনুমতি পেয়েছেন শেখ হাসিনা       সন্ত্রাসী কার্যক্রম বন্ধে পূজার পর সাঁড়াশি অভিযান : আইজিপি       পররাষ্ট্র সচিবের নেতৃত্বে মার্কিন পররাষ্ট্র দফতরের সাথে ‘ফলপ্রসূ’ আলোচনা       শেখ হাসিনার নামে মামলা করলেন মাহমুদুর রহমান      
আজকের শেয়ারবাজার
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩, ৫:৩৩ পিএম |

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩০৯টি কো¤পানির ১৩ কোটি ৮০ লক্ষ ৮৭ হাজার ৯৫৭টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৭৩৫ কোটি ৩৫ লক্ষ ৬৯ হাজার ৫৭৮ টাকা।

ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে সূচক ০.৮৮ পয়েন্ট কমে ৬৩০৯.৭৫ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ৫.২১ পয়েন্ট বেড়ে ২১৪৬.১০০ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ২.৯৭ পয়েন্ট বেড়ে ১৩৬৪.৬১ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কো¤পানির মধ্যে দাম বেড়েছে ৬৯টির, কমেছে ৮৪টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫৬টি কোম্পানীর শেয়ার।


লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কো¤পানি হলো:- ইউনিয়ন ইন্স্যুরেন্স, ফু-ওয়াং ফুড, জেমিনী সী ফুড, মেট্রো স্পিনিং, সী পার্ল বীচ, স্কয়ার ফার্মা, সোনালী পেপার, মিরাকল ইন্ডাস্ট্রিজ, এমারেল্ড অয়েল ও এশিয়া ইন্স্যুরেন্স। দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কো¤পানি হলো:- বিডিকম অনলাইন, ইউনিয়ন ইন্স্যুরেন্স, মিরাকল ইন্ডাস্ট্রিজ, খান ব্রাদার্স পিপি, খুলনা প্রিন্টিং, অলিম্পিক এক্সেসোরিজ, আইএসএন, অগ্নী সিস্টেম, আমরা টেকনোলজি ও ওআইমেক্স ইলেক্ট্রোড।

দর কমার শীর্ষে প্রধান ১০টি কো¤পানি হলো:- ইউনাইটেড ইন্স্যুরেন্স, কর্ণফূলী ইন্স্যুরেন্স, নর্দার্ন ইসলামি ইন্স্যুরেন্স, বিজিআইসি, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স, জনতা ইন্স্যুরেন্স, রূপালী ইন্স্যুরেন্স, স্ট্যান্ডর্ড ইন্স্যুরেন্স ও প্যারামাউন্ট ইন্স্যুরেন্স।

আজ ডিএসই’র বাজার মূলধন:- ৭৭৯১০১৬৫৬৪৫৬২.০০।






আরও খবর


সম্পাদক : এ এইচ এম তারেক চৌধুরী, সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪
প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০।
নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৬৭৭২১৯৮৮০।
e-mail: [email protected], web: 71sangbad.com