শনিবার ১৪ ডিসেম্বর ২০২৪ ৩০ অগ্রহায়ণ ১৪৩১
শিরোনাম: ওরিয়ন ইনফিউশন সপ্তাহজুড়ে ব্লক মার্কেটে সর্বোচ্চ লেনদেন        দখলদার ইসরাইয়েলি হামলায় গাজায় ফের নিহত ৬৬       দেশ গড়ার দ্বিতীয় সুযোগ যেন নষ্ট না হয় : আইন উপদেষ্টা       বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জানাতে স্মৃতিসৌধে জনতার ঢল       বুদ্ধিজীবী স্মৃতিসৌধে বিএনপির শ্রদ্ধা       বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধান উপদেষ্টার শ্রদ্ধা       মুক্তিযোদ্ধাদের অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করলেন আমিরে জামায়াত      
বাংলাদেশের সঙ্গে চীন, ভারত ও রাশিয়ার সুসম্পর্কে ‘সমস্যা দেখছে না’ যুক্তরাষ্ট্র
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩, ৭:১০ পিএম |

বৃহস্পতিবার সকালে রাজধানীর নর্থ সাউথ ইউনিভার্সিটির অফিস অব এক্সটারনাল অ্যাফেয়ার্স ও সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব পলিসি অ্যান্ড গভর্নেন্সের (এসআইপিজি) যৌথ আয়োজনে অনুষ্ঠিত আন্তর্জাতিক শান্তি দিবস উদযাপন অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস  মুখ্য আলোচকের বক্তব্যে বলেন বাংলাদেশের সঙ্গে চীন, ভারত ও রাশিয়ার সুসম্পর্কে ‘সমস্যা দেখছে না’ যুক্তরাষ্ট্র


বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস বলেছেন, বাংলাদেশ যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, ভারত ও অন্য দেশগুলোর সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ভারসাম্য বজায় রাখছে। এটা খুবই কঠিন বিষয়। বাংলাদেশ রাশিয়ার সঙ্গে যে পারমাণবিক চুক্তি করেছে এবং ভারতের সঙ্গে যেসব চুক্তি করছে- সেগুলো নিয়ে ওয়াশিংটনের কোনো সমস্যা নেই।


পিটার হাস বলেন, বাংলাদেশ রাশিয়া, চীন, ভারত ও আমেরিকার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখছে। এতে ওয়াশিংটন কখনই কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে কোনো বিষয় হস্তক্ষেপ করে না। অনুষ্ঠানে শিক্ষার্থীদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।


রোহিঙ্গা সংকট ইস্যুতে পিটার হাস বলেন, দুর্ভাগ্যবশত রোহিঙ্গাদের ফেরানো সম্ভব হয়নি। তবে মিয়ানমারে রোহিঙ্গা নিধন হয়েছে, সেখানে গণহত্যা হয়েছে। মিয়ানমারকে অবশ্যই তাদের ফিরিয়ে নিতে হবে। তাদের মর্যাদা ও নিরাপত্তার সঙ্গে ফিরিয়ে নিতে হবে।

পররাষ্ট্রনীতির বিষয়ে সামরিক পদক্ষেপের চেয়ে কূটনীতিতে যুক্তরাষ্ট্রের অগ্রাধিকারের ইঙ্গিত দেন এবং বাংলাদেশের মতো গুরুত্বপূর্ণ দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারের ওপর গুরুত্বারোপ করেন তিনি। 

এ সময় তিনি বিশ্বশান্তি প্রচেষ্টায় তরুণদের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

পিটার হাস বলেন, তার নামেও ভুয়া ফেসবুক ও এক্স (সাবেক টুইটার) আইডি খোলা হয়েছে। যেখান থেকে ভুল তথ্য ছড়ানো হয়েছে। যেখান থেকে ভুয়া ব্যক্তিদের মাধ্যমে কলাম লিখে লেখা প্রকাশ করা হয়েছিল। তাই এ বিষয়ে খেয়াল রাখতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান জাভেদ মুনির আহমেদ, উপাচার্য আতিকুল ইসলামসহ অতিথিরা।

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থীদের ভবিষ্যৎ প্রসঙ্গে মার্কিন রাষ্ট্রদূত বলেন, বর্তমানে বাংলাদেশের ১১ হাজার শিক্ষার্থী যুক্তরাষ্ট্রে পড়াশোনা করছে। যুক্তরাষ্ট্র চায় বাংলাদেশ থেকে আরও শিক্ষার্থী সেখানে পড়াশোনা করার সুযোগ পাক। 






আরও খবর


সম্পাদক : এ এইচ এম তারেক চৌধুরী, সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪
প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০।
নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৬৭৭২১৯৮৮০।
e-mail: [email protected], web: 71sangbad.com