শিরোনাম: |
কবিকন্যার জন্মদিনের কবিতাঃ মামনি হোক ক্ষণজন্মা
|
![]() ঘরে তুলতুলে মামনি! সাগর জলে মায়ের কোলে কী আলোর ঝলকানি! সুনীল নীলিমা সবুজ শ্যামলিমা শান্তির মৃদুমন্দ বাতাস! রাখালের গান পাখির কলতান অতি অপরূপ চারপাশ! আপন ছায়ায় সবার মায়ায় নিশ্চুপ সুখী শান্ত! বাবার কাঁধে ঘুরে ফিরে বিস্ময়ে প্রানবন্ত! বছর ঘুরে এলো ফিরে মহেন্দ্রক্ষণ জন্মদিন! সবার মন তাই চনমন নাচে তা ধিন ধিন! আয়োজন যৎসামান্য বিশাল ভালবাসায় মোড়া! প্রাণের ছোঁয়ায় সুরের খেয়ায় খুশীর লহরী আগাগোড়া! শুভ দিন হোক প্রতিদিন মুখে ফুটুক পূর্ণ শশী; অটুট থাকুক খুশীর রেশ শুভেচ্ছা রাশিরাশি ! মা মোদের রাজকন্যা রানীর মত মন! আজীবন সুখে থাকুক স্বর্গ হোক ভুবন! চাড়াই উতরাই পেরিয়ে সে পৌঁছুক স্বপ্নের আঙ্গিনায়! তাঁর স্বর্গছোঁয়া স্বপ্নগুলো ফলুক পূর্ণ সফলতায়! ধনে-মানে-জ্ঞানে-গুনে বিকশিত হোক কারিশমা! জন্মদিনের আশীর্বাদ প্রভু মামনি হোক ক্ষণজন্মা! ![]() কবিতাঃ মামনি হোক ক্ষণজন্মা! কাব্যগ্রন্থঃ আপন-ছায়া এ কে সরকার শাওন উৎসর্গঃ তৃণা ও তূর্ণা শাওনাজ ভিলা, উত্তরখান, ঢাকা।
|