সোমবার ১৪ অক্টোবর ২০২৪ ২৯ আশ্বিন ১৪৩১
শিরোনাম: পাবনায় ট্রেজারি ভবন নির্মাণ: ব্যয় প্রস্তাব হয়েছে রেট শিডিউলের দ্বিগুণের বেশি       ছাত্র-জনতার আন্দোলনের একমাত্র মাস্টারমাইন্ড তারেক রহমান       যে ভিসায় ভারতে থাকার অনুমতি পেয়েছেন শেখ হাসিনা       সন্ত্রাসী কার্যক্রম বন্ধে পূজার পর সাঁড়াশি অভিযান : আইজিপি       পররাষ্ট্র সচিবের নেতৃত্বে মার্কিন পররাষ্ট্র দফতরের সাথে ‘ফলপ্রসূ’ আলোচনা       শেখ হাসিনার নামে মামলা করলেন মাহমুদুর রহমান       বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে শহীদ জেহাদ এক চিরস্মরণীয় নাম : মির্জা ফখরুল      
ইবিতে হয়ে গেল ‘অন্তিম কনসার্ট’
ইবি প্রতিনিধি:
প্রকাশ: শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩, ১২:১৫ পিএম |

বৃষ্টি উপেক্ষা করে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাদ্দাম হোসেন হলের উদ্যোগে অন্তিম কনসার্ট অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্রিকেট মাঠে জাঁকজমকপূর্ণ এই কনসার্ট অনুষ্ঠিত হয়।

জানা গেছে, সাদ্দাম হোসেন হলের ২০১৬-১৭ ও ২০১৭-১৮ শিক্ষাবর্ষের আবাসিক শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান 'অন্তিম উৎসব' উপলক্ষে উন্মুক্ত কনসার্টের আয়োজন করা হয়। দুইদিনব্যাপী এই উৎসবের শেষ দিনে দেশের স্বনামধন্য পাঁচটি ব্যান্ডের (সোনার বাংলা সার্কাস, মাশা, দ্যা ভাইপারস, জেমস সম্রাট, ওয়েভ দ্যা ব্যান্ড) শিল্পীরা গান পরিবেশন করেন। প্রায় চার ঘন্টা মঞ্চ মাতিয়ে রাখেন শিল্পীরা। এসময় সহস্রাধিক শিক্ষার্থী তাদের গান উপভোগ করেন। আনন্দ উচ্ছ্বাসে মেতে ছিলেন তারা। 

শিক্ষার্থীরা জানান, আজকের এই কনসার্ট খুবই উপভোগ করেছি। সাধারণত ক্যাম্পাসে এমন আয়োজন সহজে দেখা যায় না। যারা এটা আয়োজন করেছে তাদের প্রতি কৃতজ্ঞ।  

এদিকে কনসার্ট পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ ও সাদ্দাম হোসেন হলের প্রভোস্ট অধ্যাপক ড. আসাদুজ্জামান। এসময় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী একেএম শরীফ উদ্দিন, সহকারী প্রক্টর সহযোগী অধ্যাপক ড. আমজাদ হোসেন, মিঠুন বৈরাগী, ইয়ামিন মাসুম ও তানিয়া আফরোজ প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে বুধবার সাদ্দাম হোসেন হলে বিতর্ক প্রতিযোগিতা, বিদায়ী সংবর্ধনা ও প্রীতি ভোজের আয়োজন করা হয়। এতে হলের ৯৯জন বিদায়ী শিক্ষার্থীকে বিদায়ী সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়। পরে রাত সাড়ে আটটার দিকে আনপ্লাগড সেশনে কনসার্ট অনুষ্ঠিত হয়। ইসলামী বিশ্ববিদ্যালয়ের বন্ধন ৩২ ব্যাচের ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে আগত শিল্পীরা সেখানে পারফর্ম করেন।






আরও খবর


সম্পাদক : এ এইচ এম তারেক চৌধুরী, সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪
প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০।
নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৬৭৭২১৯৮৮০।
e-mail: [email protected], web: 71sangbad.com