শিরোনাম: |
ইবিতে ‘এপিআই’ শীর্ষক সেমিনার
ইবি প্রতিনিধি:
|
ইসলামী বিশ্ববিদ্যালয়ে রোল অব এ কেমিস্ট ইন এ পি আই ম্যানুফ্যাকচেরিং ইন্ডাস্ট্রিস শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অ্যালামনাই এসোসিয়েশনের আয়োজনে ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ১৪০ নং কক্ষে এটি অনুষ্ঠিত হয়। এসময় বিভাগটির প্রায় শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সেশন পরিচালনাকারী হিসেবে উপস্থিত ছিলেন ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের শিক্ষক ও অ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি ড. হাফিজুর রহমান। এসময় কী-নোট স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন হেলথকেয়ার কেমিক্যাল লিমিটেডের আর এন্ড ডি মো. লায়েক আলী খান, এছাড়াও আরও উপস্থিত ছিলেন হেলথকেয়ার কেমিক্যাল লিমিটেডের কিউ এন্ড ভি'র ইনচার্জ মো. শাহনেওয়াজ রশীদ। অনুষ্ঠানে বক্তারা বলেন, API (অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্ট) মানে ওষুধে থাকা সক্রিয় উপাদান। কাঁচামাল বলতে রাসায়নিক যৌগগুলিকে বোঝায় যা একটি API তৈরি করতে বেস হিসাবে ব্যবহৃত হয়। তারা আরও বলেন, আমাদের দেশে আন্তর্জাতিকভাবে কাঁচামাল বা রাসায়নিক পণ্য নির্মাতাদের কাছ থেকে কাঁচামাল ক্রয় করা হয়। পরে কাঁচামাল ব্যবহার করার সময়, API প্রস্তুতকারক হিসাবে আমরা আমাদের প্ল্যান্টের বড় চুল্লিতে API তৈরি করি। API কাঁচামাল থেকে শুধুমাত্র একটি প্রতিক্রিয়া দ্বারা তৈরি করা হয় না বরং এটি বিভিন্ন রাসায়নিক যৌগের মাধ্যমে একটি API হয়ে যায়। এছাড়াও এসময় বক্তারা চতুর্থ শিল্পবিপ্লবে API এর গুরুত্ব নিয়েও আলোচনা করেন। উল্লেখ্য, সেমিনার শেষে অংশগ্রহণ কারী শিক্ষার্থীদের মাঝে মূল্যায়ন পরীক্ষা গ্রহণ করা হয়। পরে উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয়।
|