সোমবার ১৪ অক্টোবর ২০২৪ ২৯ আশ্বিন ১৪৩১
শিরোনাম: পাবনায় ট্রেজারি ভবন নির্মাণ: ব্যয় প্রস্তাব হয়েছে রেট শিডিউলের দ্বিগুণের বেশি       ছাত্র-জনতার আন্দোলনের একমাত্র মাস্টারমাইন্ড তারেক রহমান       যে ভিসায় ভারতে থাকার অনুমতি পেয়েছেন শেখ হাসিনা       সন্ত্রাসী কার্যক্রম বন্ধে পূজার পর সাঁড়াশি অভিযান : আইজিপি       পররাষ্ট্র সচিবের নেতৃত্বে মার্কিন পররাষ্ট্র দফতরের সাথে ‘ফলপ্রসূ’ আলোচনা       শেখ হাসিনার নামে মামলা করলেন মাহমুদুর রহমান       বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে শহীদ জেহাদ এক চিরস্মরণীয় নাম : মির্জা ফখরুল      
ইবির শেখ হাসিনা হল কালচারাল ক্লাবের নেতৃত্বে সাফিয়া-নৌশিন
ইবি প্রতিনিধি:
প্রকাশ: সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩, ৯:৫৩ এএম |

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) দেশরত্ন শেখ হাসিনা হল কালচারাল ক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে উন্নয়ন অধ্যয়ন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাফিয়া হক সভাপতি ও ইংরেজি বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী নৌশিন সাইয়ারাকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

রোববার সংগঠনটির প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. রেবা মন্ডল এই কমিটির অনুমোদন দেন। 

১৯ সদস্য বিশিষ্ট কমিটির অন্য সদস্যরা হলেন, সহ সভাপতি হামিদা খাতুন ও সামশুন্নাহার শাম্মী, যুগ্ম-সাধারণ সম্পাদক নৌশিন তাসনিয়া অর্নি, সাংগাঠনিক সম্পাদক কুররাতুল আইন, দাপ্তরিক সম্পাদক হাসনা হেনা, অর্থ সম্পাদক সাজিয়া তাসনিম আপন, উপ-অর্থ সম্পাদক মনিরা বিথী, প্রচার সম্পাদক তাসনিম হাকিম প্রিয়া, উপ-প্রচার সম্পাদক শাপলা খাতুন, ইভেন্ট ম্যানেজমেন্ট বিষয়ক সম্পাদক বিজিতা আবৃত্তি, উপ-ইভেন্ট-ম্যানেজমেন্ট বিষয়ক সম্পাদক সাদিয়া ফাতেমা মেঘলা, সাংস্কৃতি-বিষয়ক সম্পাদক কাকন সরকার, উপ- সাংস্কৃতি-বিষয়ক সম্পাদক মারিয়া আক্তার। 

এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে আছেন আফসানা জামান তিনা, আরিফা সেতু, জান্নাতুল তামান্না ও শারমিন শিলা।






আরও খবর


সম্পাদক : এ এইচ এম তারেক চৌধুরী, সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪
প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০।
নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৬৭৭২১৯৮৮০।
e-mail: [email protected], web: 71sangbad.com