শিরোনাম: |
ইবিতে ক্যাপের ‘স্কিল ডেভেলপমেন্ট ওয়ার্কশপ’
ইবি প্রতিনিধি:
|
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ক্যান্সার অ্যাওয়ারনেস প্রোগ্রাম ফর উইমেন’ (ক্যাপ) কুষ্টিয়া জোনের ভলেন্টিয়ারদের পাবলিক স্পিকিং দক্ষতা বৃদ্ধির জন্য ‘স্কিল ডেভেলপমেন্ট ওয়ার্কশপ: স্পিক উইথ কনফিডেন্স’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার টিএসসিসির ১১৬ নং কক্ষে এর আয়োজন করেন সংগঠনটি। ‘যদি ক্ষতির কারণ লজ্জা হয়, তাহলে আর লজ্জা নয়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কর্মশালার প্রথম পর্বে সংগঠনটির সাংগঠনিক সম্পাদক সিদওয়ানুল হক সাকিন এর সঞ্চালনায় পাবলিক স্পিকিং এর জন্য করণীয় ও বর্জনীয় বিষয় নিয়ে বক্তব্য রাখেন তাজমিন সুলতানা মিমি এবং পাবলিক স্পিকিং এর কৌশল সম্পর্কে বক্তব্য রাখেন সাদিয়া মুবাশ্বিরা শশী। পরে উপস্থিত সকল ভলেন্টিয়ার পাবলিক স্পিকিং সম্পর্কিত নির্দিষ্ট কিছু বিষয়ের উপর কথা বলতে বলা হয়। কর্মশালার দ্বিতীয় পর্বে সংগঠনটির সভাপতি রাবেয়া খাতুন এর সঞ্চালনায় মেয়ে ভলেন্টিয়ারদের নিয়ে স্তন ক্যান্সার সম্পর্কে আলোচনা করেন জেরিন তাসনিম ভাবনা ও জরায়ু মুখ ক্যান্সার সম্পর্কে আলোচনা করেন রুহানি চৌধুরী। অন্যদিকে ছেলে ভলেন্টিয়াররা বিশ্ববিদ্যালয়ে ক্যান্সার সচেতনতা মূলক একটি ক্যাম্পেইন করেন। এ বিষয়ে সংগঠনটির সভাপতি রাবেয়া খাতুন বলেন, “পাবলিক স্পিকিং দক্ষতা বৃদ্ধির ফলে কথা বলার জড়তা দূর হবে। সেই সাথে যেমন সাধারন মানুষের সাথেও আমরা কথা বলতে পারবো ঠিক তেমন প্রত্যন্ত অঞ্চলের মানুষের সাথেও ক্যান্সার নিয়ে কথা বলতে পারবো। এবং প্রত্যেক সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে ক্যাপ আরো সুপরিকল্পিতভাবে তাদের কার্যক্রম কে সামনের দিকে এগিয়ে নিতে সক্ষম হবে।”
|