শিরোনাম: |
১৯ তম এশিয়ান গেমস, দাবা ইভেন্ট
|
![]() আজ (বুধবার) অষ্টম ও নবম রাউন্ডের খেলা অনুষ্ঠিত হয়। অষ্টম রাউন্ডের খেলায় গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজীব আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমানের সাথে ড্র করেন। মহিলা এককে অষ্টম রাউন্ডের খেলায় মহিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জুম কাতারের মহিলা ক্যান্ডিডেট মাস্টার আল-খেলাইফি আয়েশাকে পরাজিত করেন। নবম াউন্ডের খেলায় গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজীব ভারতের গ্র্যান্ড মাস্টার এরিগাইসি অর্জুনের কাছে ও আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান কাজাখস্তানের গ্র্যান্ড মাস্টার রিনাত যুমায়েভের কাছে হেরে যান। মহিলা এককে নবম রাউন্ডের খেলায় মহিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জুম কুয়েতের আলাওয়াদি আমিনাহকে পরাজিত করেন। পুরুষ এককে চিনের গ্র্যান্ড মাস্টার উইয়ে ই সাড়ে সাত পয়েন্ট নিয়ে স্বর্ন, উজবেকস্তানের গ্র্যান্ড মাস্টার আব্দুসাত্তারোভ নদিরবেগ ৭ পয়েন্ট নিয়ে রৌপ্য ও উজবেকস্তানের গ্র্যান্ড মাস্টার সিন্দারভ জাভোখির সাড়ে চয় পয়েন্ট নিয়ে ব্রোঞ্জ পদক লাভ করেন। মহিলা এককে চিনের গ্র্যান্ড মাস্টার জু জিনের ৭ পয়েন্ট নিয়ে স্বর্ন, উসাড়ে ছয় পয়েন্ট করে নিয়ে জবেকস্তানের মহিলা আন্তর্জাতিক মাস্টার ওমোনোভা উমিদা রৌপ্য ও চিনের গ্র্যান্ড মাস্টার হোউ ইয়েফান ব্রোঞ্জ পদক লাভ করেন। আগামী শুক্রবার হতে দলগত ইভেন্টে খেলা শুরু হবে।
|