সোমবার ১৪ অক্টোবর ২০২৪ ২৯ আশ্বিন ১৪৩১
শিরোনাম: প্রকল্প প্রস্তাবেই দুর্নীতি: ধরা পড়লে হইচই, শাস্তি হয়নি কারও       পাবনায় ট্রেজারি ভবন নির্মাণ: ব্যয় প্রস্তাব হয়েছে রেট শিডিউলের দ্বিগুণের বেশি       ছাত্র-জনতার আন্দোলনের একমাত্র মাস্টারমাইন্ড তারেক রহমান       যে ভিসায় ভারতে থাকার অনুমতি পেয়েছেন শেখ হাসিনা       সন্ত্রাসী কার্যক্রম বন্ধে পূজার পর সাঁড়াশি অভিযান : আইজিপি       পররাষ্ট্র সচিবের নেতৃত্বে মার্কিন পররাষ্ট্র দফতরের সাথে ‘ফলপ্রসূ’ আলোচনা       শেখ হাসিনার নামে মামলা করলেন মাহমুদুর রহমান      
আমি চিরায়ত আমারই মত, এ কে সরকার শাওন
প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩, ৪:১৯ পিএম |

আমি এ কে সরকার শাওন,

ঠিক বাবার মতন আদ্যোপান্ত।

আমি চিরায়ত চির দূর্বিণীত 

ক্ষয়িষ্ণু সামাজিক রণে ক্লান্ত।


নজরুল-সুকান্তের মত আপোষহীন,

অন্যায়ের বিরুদ্ধে চির উদ্যত, 

বুকটা নিয়ত রক্তাক্ত ক্ষত;

তৈলাক্ত কথা, অতি কথা বলিনা

মোস্তাক-মীর জাফরের মত।


আমার শিকড় এ জি সরকার,

তিনি আমার গর্বিত পিতাশ্রী। 

তিনিই আদর্শ, তিনিই  শিক্ষক। 

শিখরে ওঠার চলন্ত সিঁড়ি।


লম্বা চওড়া কথাও বলিনা,

মিথ্যা বলা, ভন্ডামি করা

চিরকাল আমার স্বভাব বিরুদ্ধ;

প্রয়োজনে একাকী থাকি বাড়ি

মনের দুয়ার করি রুদ্ধ। 


রবীন্দ্রনাথ, নজরুল, জীবনানন্দ, 

সুকান্ত, লালন প্রিয় কবি।

ডি এল রায়, বঙ্কিম, মুকুন্দ দাস

আমার মনের রবি।


বঙ্গবন্ধু, নেতাজী, ইন্দিরা, চিত্ত,

তাজউদ্দীন- নজরুল প্রিয় নেতা।

হাসিনা, মমতা, মনি সিং, মুজাহিদ

কালোত্তীর্ণ, তাদের নেই পঙ্কিলতা।


মুক্তিযুদ্ধের বিজয়ী শক্তি 

আমি দেশকে ভালোবাসি। 

দেশের কোন উন্নয়ন দেখলে 

আমার অন্তরাত্মা হয় খুশী। 


ডিজিটাল শব্দটা না বুঝে 

টিটকারি  করা আহাম্মকি!

ডিজিটালের সুযোগ পেতে 

যোগ্যতা লাগে বই কী! 


ধর্মে কর্মেও আমি সক্রিয় 

কভু লোক দেখানোর নয়।

সাহিত্য বিজ্ঞানে খুবই আগ্রহী

শিখতে চাই নতুন বিষয়! 


কবিতা লিখি গান শিখি

বাগান করি নিছক  শখে।

এ নিয়ে যারা কথা বলে

নিজেরাই গিয়েছে বখে!


রাগী আমি, ঘাড় ত্যাড়া আমি

সদা সৎ পথে চলি।

সত্য প্রকাশে চির দ্বিধাহীন

আঙ্গুল উঁচিয়ে উচিৎ বলি!


ফেসবুকের বন্ধু কোন বন্ধুই নয় 

কথাটি করি বিশ্বাস।

যত কম বন্ধু  তত ভালো

নিশ্চিন্তে নিরাপত্তার নিঃশ্বাস। 


ফেসবুক একটি ডায়েরি মাত্র 

কদাচিৎ লিখি সেথায়।

চার চরণের সাথে লিন্ক দেই বটে

সংরক্ষণের মোক্ষম উপায়।


পাবলিক পোষ্ট দেই কালে ভদ্রে

পোষ্ট শুধু বন্ধুদের প্রতি।

আপন সম্পর্কযুক্ত না হলে

ট্যাগ করা গর্হিত  অতি।


অযাচিত উপদেশদাতা, ভন্ড,

হিংসুক পরশ্রীকাতর।

ওরা বন্ধুত্বের কলঙ্ক, কীট,

গবেট, মূর্খ, ধুরন্ধর। 


নিজের চরকায় তৈল মাখি 

নাক গলাই না অন্যে!

প্রয়োজনে চলি সুদূরে

বেশ ভালো থাকি অরণ্যে। 


পরের বিষয় নাক গলানো

নীজের কাজ ফেলে।

অকর্মণ্য, মূর্খ, উগ্র স্বভাবের

লোকদের মাঝে মেলে।


অযাচিত অধিকার নিয়ে 

যদি কেউ কিছু বলে!

ঘ্যাচাং করে কাটি তাঁকে  

ফ্রেন্ডশিপ নেই তুলে!


মূর্খের দেশে গনতন্ত্র বেমানান 

রাজতন্ত্র চলে তলে তলে।

রাজারা আয়েসে বসে সিংহাসনে 

প্রজারা চিল্লা






আরও খবর


সম্পাদক : এ এইচ এম তারেক চৌধুরী, সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪
প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০।
নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৬৭৭২১৯৮৮০।
e-mail: [email protected], web: 71sangbad.com