শিরোনাম: |
প্রবীণ ও কর্মাহত সাংবাদিক কল্যাণ পরিষদের প্রবীণ দিবস উদযাপন
বিশেষ প্রতিনিধি
|
![]() পথসভায় প্রবীণ ও কর্মাহত সাংবাদিক কল্যাণ পরিষদের সভাপতি বীরমুক্তিযোদ্ধা একেএম করম আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পরিষদের সাধারণ সম্পাদক শিকদার আবদুস সালামের সঞ্চালনায় সাংবাদিক শীর্ষ নেতাদের মধ্যে বক্তব্য রাখেন বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক, মহাসচিব দীপ আজাদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়া, সদস্য শাহজাহান সাজু, প্রবীণ ও কর্মাহত সাংবাদিক কল্যাণ পরিষদের সহসভাপতি বীরমুক্তিযোদ্ধা খোরশেদ আলম, দপ্তর সম্পাদক মিজানুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক কবি মহসিন হোসাইন, মো. আবদুল মজিদ, বীরমুক্তিযোদ্ধা আকন মোশাররফ হোসেন প্রমুখ। এরপর দুপুর ১২টায় জাতীয় প্রেসক্লাব থেকে একটি বর্ণাঢ্য র্যালি বেড় করা হয়। র্যালিটি প্রেসক্লাব, পল্টন মোড়সহ আশপাশ এলাকায় প্রদক্ষিণ করেন। পরিষদের সভাপতি বীরমুক্তিযোদ্ধা একে এম করম আলীর নেতৃত্বে র্যালিতে বক্তব্য রাখেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি মানিক লাল ঘোষ। বিএফইউজের সভাপতি ওমর ফারুক বলেন, আমরা প্রবীণ ও কর্মাহত সাংবাদিকদের জন্য সাংবাদিক কল্যাণ ট্রাস্টে যোগাযোগ করা হয়েছে। বলা হয়েছে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে ভাতার ব্যবস্থা করা হয় সে ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ চলছে বলে তিনি জানান। মহাসচিব দীপ আজাদ বলেন, আমাদের নির্বাচনের আট দফা দাবি মধ্যে একটি দফা ছিল প্রবীণ সাংবাদিদের অবসর ভাতার জন্য। তিনি অবসর ভাতা প্রদানের দাবি জানান। মানিক লাল ঘোষ বলেছেন, এই ভাতাটি প্রবীণ সাংবাদিকদের জন্য উপযুক্ত দাবি। এই দাবি বাস্তবায়ন হলে প্রবীণ ও কর্মাহত সাংবাদিকদের চলাচল ও অসুস্থ প্রবীণদের চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত হবে। তিনিও এই যুক্তিসঙ্গত দাবি বাস্তবায়নের জন্য যথাযথ কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান। |