শিরোনাম: |
সাতক্ষীরায় নতুন আউটলেট উদ্বোধন করলো এ্যাডলিব চেঞ্জীং লাইফ স্টাইল
|
সাতক্ষীরার আবুল কাশেমে রোডের মোল্যা টাওয়ারে নিজেদের আরো একটি নতুন আউটলেট উদ্বোধন করলো দেশের জনপ্রিয় ফ্যাশন ব্র্যান্ড এ্যাডলিব চেঞ্জীং লাইফ স্টাইল। উদ্বোধনী অনুষ্ঠানে এ্যাডলিব চেঞ্জীং লাইফ স্টাইলের ব্যবস্থাপনা পরিচালক আব্দুস সালাম শামীম বলেন, ‘এ্যাডলিব সবসময় ক্রেতাদের চাহিদানুযায়ী আন্তর্জাতিক মান বজায় রেখে সকল বয়সের মানুষের জন্য বৈচিত্র্যময় বিভিন্ন পোষাক তৈরি করে থাকে। আমাদের রয়েছে ফ্যাশনেবল পোষাকের দারুণ সব কালেকশন যা ক্রেতাকে আকৃষ্টই নয়; বরং আরও আত্মবিশ্বাসী করবে বলেই আমরা বিশ্বাস করি’। জমকালো এ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ছাড়াও আরো অনেক ক্রেতা সাধারণ। উল্লেখ্য, ঢাকায় জনপ্রিয় সব শপিং কমপ্লেক্স যেমন- ধানমন্ডির সীমান্ত স্কয়ার, বসুন্ধরা সিটি কমপ্লেক্স, সাভার নিউ মার্কেট, নর্থ টাওয়ার সহ খুলনা, নেত্রকোনা, কুমিল্লা, বগুড়া, টাঙ্গাইল, সাতক্ষীরা, ময়মনসিংহ, নীলফামারী, পিরোজপুর সহ দেশের বিভিন্ন বড় শহরগুলোতে এ্যাডলিবের ১৫টিরও বেশি আউটলেট রয়েছে। উক্ত আউটলেটগুলোর পাশাপাশি এ্যাডলিবের নিত্যনতুন প্রোডাক্টের খোঁজখবর পেতে যুক্ত থাকুন এ্যাডলিবের অফিশিয়াল ফেসবুক ফ্যানপেজ (https://www.facebook.com/adlibbd) তে।
|