শনিবার ১৪ ডিসেম্বর ২০২৪ ৩০ অগ্রহায়ণ ১৪৩১
শিরোনাম: ওরিয়ন ইনফিউশন সপ্তাহজুড়ে ব্লক মার্কেটে সর্বোচ্চ লেনদেন        দখলদার ইসরাইয়েলি হামলায় গাজায় ফের নিহত ৬৬       দেশ গড়ার দ্বিতীয় সুযোগ যেন নষ্ট না হয় : আইন উপদেষ্টা       বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জানাতে স্মৃতিসৌধে জনতার ঢল       বুদ্ধিজীবী স্মৃতিসৌধে বিএনপির শ্রদ্ধা       বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধান উপদেষ্টার শ্রদ্ধা       মুক্তিযোদ্ধাদের অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করলেন আমিরে জামায়াত      
নিউ ইয়র্কে একক সঙ্গীতানুষ্ঠান রবিবার, যুক্তরাষ্ট্রের মঞ্চে প্রাণ খুলে গাইবেন ন্যান্সি
প্রকাশ: বুধবার, ৪ অক্টোবর, ২০২৩, ১০:০৯ এএম |

বাংলাদেশে স্বাধীনভাবে গান গাইতে পারছেন না বলে অভিযোগ করেছেন জনপ্রিয় সংগীত শিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। আগামী রবিবার (৮ অক্টোবর) নিউ ইয়র্কের জ্যামাইকার মেরি লুইস একাডেমিতে অনুষ্ঠিতব্য একক সঙ্গীতানুষ্ঠানের আয়োজক শো টাইম মিউজিক। যুক্তরাষ্ট্রের বাংলা সংবাদমাধ্যম বাংলা প্রেস এ খবর জানিয়েছে।   


বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশন ও শো টাইম মিউজিক গত সোমবার (২ অক্টোবর) ন্যান্সির যুক্তরাষ্ট্র আগমন উপলক্ষ্যে সংবাদ সম্মেলনের আয়োজন করে। নিউইয়র্কের জ্যাকসন হাইটসে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন ন্যান্সি।


আপনি বাংলাদেশে স্বাধীনভাবে গান গাইতে পারেন কিনা এমন প্রশ্নের জবাবে ন্যান্সি বলেন, নানা প্রতিবন্ধকতার কারণে আমি বাংলাদেশে স্বাধীনভাবে গান গাইতে পারছি না। আমার মত অনেক শিল্পীদের একই অবস্থা। কোনো দলকে সমর্থন করেন কি এ প্রশ্নের জবাবে তিনি বিএনপিকে সমর্থন করেন বলে সরাসরি উত্তর দেন। পাল্টা প্রশ্ন করে ন্যান্সি বলেন, আপনারাও কোনো না কোনো দলকে সমর্থন করেন। আপনারা প্রকাশ্যে বলছেন না। আর আমি বলছি, এটুকুই।


ন্যান্সি আরও বলেন, ১৮ বছর ধরে সঙ্গীত জগতে বিচরণ করছি। কখনো আমেরিকায় আসা হয়নি। এবারই প্রথম এলাম। আশা করি এখানে প্রাণ খুলে গান গাইবো। একজন শিল্পী হিসেবেই এখানে আমাকে তুলে ধরতে চাই। আমি যখন গান করি তখন শিল্পী সত্ত্বাই আমার মধ্যে কাজ করে।


আগামী ৮ অক্টোবর নিউইয়র্কের কুইন্সস্থ ম্যারি লুইস একাডেমি হলে তার একক সংগীতানুষ্ঠান রয়েছে। এর মূল আয়োজক শো টাইম মিউজিকের আলমগীর খান আলম। উপস্থাপনায় থাকবেন শামসুন্নাহার নিম্মি।






আরও খবর


সম্পাদক : এ এইচ এম তারেক চৌধুরী, সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪
প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০।
নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৬৭৭২১৯৮৮০।
e-mail: [email protected], web: 71sangbad.com