শিরোনাম: |
ওকে কী যে বলি! এ কে সরকার শাওন
|
তাঁর কথা যথা তথা মানসপটে ভাসে; মানস চক্ষে গভীর বক্ষে উর্বশী উদ্ভাসে! মনের মাঝে ঢেউ তোলে সকাল দুপুর সাঝে! গুনগুনিয়ে সেজে বাজে সকল কাজের মাঝে! কখনো হাসায় কখনো শাসায় দারুণ অভিমানে? কিসের পাল্লায় পড়েছি আমি কী জানি কি এর মানে! তবে কি রং লেগেছে মনে ধ্যাৎ কিবা এমন বয়স! না হয় হলো আড়াই কুড়ি এখনো তাগড়া সরস! কি করে যে বলি তারে ভেবে মরি বারে বারে! ওর মনেও কি আমার মত উঁকি ঝুঁকি মারে! ধুর ছাই, কি ভাবছি এসব বাজারের ব্যাগ খালি! গিন্নীর চিৎকারে সম্বিতে ফিরি আশার গুড়ে বালি! এখন ওকে কী যে বলি! কবিতাঃ ওকে কী যে বলি! কাব্যগ্রন্থঃ আপন আভাস এ কে সরকার শাওন লেক হাউজ, ধানমন্ডি লেক, ঢাকা।
|