শিরোনাম: |
গাইবান্ধায় বাম গণতান্ত্রিক জোটের হরতাল পালিত
|
বাম গণতান্ত্রিক জোট জেলা সমন্বয়ক ও সিপিবি'র জেলা সহকারি সাধারণ স¤পাদক অ্যাড. মুরাদ জামান রব্বানীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাসদ মার্কসবাদী জেলা আহবায়ক আহসানুল হাবীব সাঈদ, কমিউনিস্ট পার্টির জেলা সাধারণ স¤পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, বাসদের আহবায়ক গোলাম রব্বানী, বিপ্লবী কমিউনিস্ট লীগের জেলা স¤পাদক রেবতী বর্মন প্রমুখ। বক্তারা বলেন, জনমত উপেক্ষা করে একতরফা নির্বাচনী তফশিল ঘোষণা জনগণ মানবেনা। তারা অবিলম্বে তফসিল বাতিল করে নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচন দেয়ার দাবি জানান। |