শিরোনাম: |
গোপালগঞ্জ সদরের সোনাকুড়ে "হলিডে হোম"
ওয়ার্ল্ড ট্রাভেলার্স ক্লাব লি: এর প্রেসিডেন্ট তৌহিদা সুলতানা (রুনু উদ্ধোধন করলেন গোপালগঞ্জ সদরের সোনাকুড়ে "হলিডে হোম" ।
|
ওয়ার্ল্ড ট্রাভেলার্স ক্লাব লি: এর প্রেসিডেন্ট তৌহিদা সুলতানা (রুনু উদ্ধোধন করলেন গোপালগঞ্জ সদরের সোনাকুড়ে "হলিডে হোম" । যা ক্লাব মেম্বাররা কমপ্লিমেন্টারি হিসাবে ২ রাত ৩ দিন পর্যন্ত ফ্রি অবকাশ যাপনের সুযোগ পাবেন। "হলিডে হোম" উদ্ভোধন ও MOU সাইনিং উপলক্ষে আজকের এই আয়জনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ট্রাভেলার্স ক্লাবের প্রেসিডেন্ট তৌহিদা সুলতানা (রুনু), রিসোর্ট এ্যসোসিয়েশনের প্রেসিডেন্ট খবির উদ্দ্দীন আহাম্মেদ ও ক্লাব পরিচালক (অর্থ) মো: জাকির হোসেন , পরিচালক আবুল কালাম আজাদ,পরিচালক নেওয়াজ আহাম্মেদ এবং ক্লাবের সন্মানিত সদস্যগণ। উপস্থিত সকল সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, দুপুরের খাবার ও পিঠা উৎসব সহ দেশ বরন্য শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এবং উপস্থিত সকল সন্মানিত সদস্যদের ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে আয়োজনের সমাপ্তি ঘোষণা করেন অনুষ্ঠানের সন্মানিত সভাপতি তৌহিদা সুলতানা (রুনু)
|