সোমবার ১৪ অক্টোবর ২০২৪ ২৯ আশ্বিন ১৪৩১
শিরোনাম: প্রকল্প প্রস্তাবেই দুর্নীতি: ধরা পড়লে হইচই, শাস্তি হয়নি কারও       পাবনায় ট্রেজারি ভবন নির্মাণ: ব্যয় প্রস্তাব হয়েছে রেট শিডিউলের দ্বিগুণের বেশি       ছাত্র-জনতার আন্দোলনের একমাত্র মাস্টারমাইন্ড তারেক রহমান       যে ভিসায় ভারতে থাকার অনুমতি পেয়েছেন শেখ হাসিনা       সন্ত্রাসী কার্যক্রম বন্ধে পূজার পর সাঁড়াশি অভিযান : আইজিপি       পররাষ্ট্র সচিবের নেতৃত্বে মার্কিন পররাষ্ট্র দফতরের সাথে ‘ফলপ্রসূ’ আলোচনা       শেখ হাসিনার নামে মামলা করলেন মাহমুদুর রহমান      
বেস্ট হোল্ডিংস লিমিটেড এর সাধারণ ((Ordinary) শেয়ারের মূল্য (Cut of Price) নির্ধারণের লক্ষ্যে ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষর
প্রকাশ: সোমবার, ২০ নভেম্বর, ২০২৩, ৬:৩০ পিএম |

২০ নভেম্বর ২০২৩ তারিখে ডিএসই টাওয়ার, নিকুঞ্জে ইলেকট্রনিক সাবসক্রিপশন সিস্টেম (ইএসএস) ব্যবহার করে বুক বিল্ডিং পদ্ধতির অধীনে যোগ্য বিনিয়োগকারীদের মাধ্যমে বেস্ট হোল্ডিংস লিমিটেড এর সাধারণ (ঙৎফরহধৎু) শেয়ারের মূল্য (ঈঁঃ ড়ভ চৎরপব) নির্ধারণের লক্ষ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসি এবং বেস্ট হোল্ডিংস লিমিটেড এর মধ্যে একটি ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।


 উক্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ডিএসই’র প্রধান নিয়ন্ত্রক কর্র্মকর্তা খাইরুল বাশার আবু তাহের মোহাম্মদ, সিএসই’র প্রতিনিধি রাহী ইফতেখার রেজা, বেস্ট হোল্ডিংস লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক হাসান আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন, ডিএসই’র ব্যবস্থাপনা পরিচালক ড. এটিএম তারিকুজ্জামান, সিপিএ, শান্তা ইক্যুইটি লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক রুবায়াত-ই ফেরদৌস, আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডসহ প্রতিষ্ঠানসমূহের উর্ধতন কর্মকর্তাবৃন্দ। উল্লেখ্য যে, কোম্পানিটি ৩৫০ কোটি টাকার সাধারণ শেয়ার ইস্যু করবে।

বেস্ট হোল্ডিংস লিমিটেডের শেয়ারের কাট অফ মূল্য নির্ধারণের জন্য যোগ্য বিনিয়োগকারীদের বিল্ডিংয়ের সময়কাল ২০ নভেম্বর ২০২৩ তারিখ বিকাল ৪টায় শুরু হয়ে ২৩ নভেম্বর, ২০২৩ তারিখে বিকাল ৪টা পর্যন্ত (জড়ঁহফ ঃযব ঈষড়পশ) চলবে।






আরও খবর


সম্পাদক : এ এইচ এম তারেক চৌধুরী, সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪
প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০।
নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৬৭৭২১৯৮৮০।
e-mail: [email protected], web: 71sangbad.com