সোমবার ১৪ অক্টোবর ২০২৪ ২৯ আশ্বিন ১৪৩১
শিরোনাম: প্রকল্প প্রস্তাবেই দুর্নীতি: ধরা পড়লে হইচই, শাস্তি হয়নি কারও       পাবনায় ট্রেজারি ভবন নির্মাণ: ব্যয় প্রস্তাব হয়েছে রেট শিডিউলের দ্বিগুণের বেশি       ছাত্র-জনতার আন্দোলনের একমাত্র মাস্টারমাইন্ড তারেক রহমান       যে ভিসায় ভারতে থাকার অনুমতি পেয়েছেন শেখ হাসিনা       সন্ত্রাসী কার্যক্রম বন্ধে পূজার পর সাঁড়াশি অভিযান : আইজিপি       পররাষ্ট্র সচিবের নেতৃত্বে মার্কিন পররাষ্ট্র দফতরের সাথে ‘ফলপ্রসূ’ আলোচনা       শেখ হাসিনার নামে মামলা করলেন মাহমুদুর রহমান      
মনোনয়ন দৌড়ে এগিয়ে ঈশ্বরদী
প্রকাশ: মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩, ১০:৪২ পিএম |

দ্বাদশ সংসদ নির্বাচনে পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেতে মঙ্গলবার শেষ দিনে ৩০ জন ফরম জমা দিয়েছেন। তাদের মধ্যে তিন ভাইবোন, স্বামী-স্ত্রী ছাড়াও রয়েছেন সাবেক ও বর্তমান এমপিরা।


বর্তমান এমপি বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস এবারও মনোনয়ন চান। গতকাল তিনি ফরম জমা দেন। এ ছাড়া প্রয়াত ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলুর দুই ছেলে গালিবুর রহমান শরীফ, সাকিবুর রহমান শরীফ কনক ও মেয়ে মাহজেবিন শিরিন পিয়া এবং তাঁর স্বামী ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিন্টু মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।


আরও যারা মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন, তারা হলেন– সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী রবিউল আলম বুদু, পাবনা জেলা আওয়ামী লীগ সভাপতি রেজাউল রহিম লাল, পাঞ্জাব আলী বিশ্বাস, ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ রশিদুল্লাহ, সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা চান্না মণ্ডল, সাবেক ছাত্রনেতা রফিকুল ইসলাম লিটন, আটঘরিয়ার পৌর মেয়র শহিদুল ইসলাম রতন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বশির আহমেদ বকুল, বীর মুক্তিযোদ্ধা আকরাম হোসেন, হাবিবুর রহমান হাবিব, সাবেক পিপি আক্তারুজ্জামান মুক্তা, অ্যাডভোকেট গোলাম মোস্তফা তারা, বঙ্গবন্ধু পরিষদের কোষাধ্যক্ষ জালাল উদ্দিন তুহিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক ডা. সাহেদ ইমরান, ব্যারিস্টার সৈয়দ আলী জিরু, প্রকৌশলী আবদুল আলীম, অধ্যাপক ড. মুসলিমা জাহান ময়নাসহ ৩০ জন।


বর্তমান এমপি নুরুজ্জামান বিশ্বাস বলেন, ‘নেতাকর্মীর যে কেউ দলীয় মনোনয়ন চাইতে পারেন, এ বিষয়ে আমার বলার কিছু নেই।’






আরও খবর


সম্পাদক : এ এইচ এম তারেক চৌধুরী, সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪
প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০।
নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৬৭৭২১৯৮৮০।
e-mail: [email protected], web: 71sangbad.com