বুধবার ৪ ডিসেম্বর ২০২৪ ২০ অগ্রহায়ণ ১৪৩১
শিরোনাম: মাওলানা মামুনুল হককে দেখতে হাসপাতালে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান       হাইকমিশনে হামলা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নষ্ট করার গভীর ষড়যন্ত্র : গোলাম পরওয়ার       আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ও বিএইচটি ইন্ড্রাস্ট্রিজ এর মধ্যে পে-রোল চুক্তি স্বাক্ষর       আজকের শেয়ারবাজার        এশিয়ার তিন দেশ সফরে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী       ব্যাংক খাতে প্রাতিষ্ঠানিক সুশাসন নেমে গেছে শূন্যের কোঠায়       আদানি থেকে বিদ্যুৎ কেনা অর্ধেকে নামিয়ে এনেছে বাংলাদেশ      
পাবনার পাঁচটি আসনে নৌকা চান ৭৩ জন
পাবনা থেকে বাঁধন হোসাইন,,
প্রকাশ: মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩, ১০:৪৭ পিএম |

আগামী ৭ জানুয়ারি  দ্বাদশ জাতীয় সংসদ  নির্বাচন, দিনক্ষণ ঠিক রেখে আওয়ামী লীগ জাতীয় পার্টিসহ  বিভিন্ন দল তাদের দলীয়  মনোনয়ন ফরম বিক্রি করছে, প্রার্থীরা নিজ নিজ সমর্থনকারীদের নিয়ে উৎসব মুখর পরিবেশে তাদের মনোনয়ন ফরম জমা দিয়েছেন । 


আওয়ামী লীগের কেন্দ্রীয় অফিস সূত্রে জানা যায়, পাবনার ৫টি আসনে আওয়ামী লীগের  দলীয় মনোনয়ন জমা দিয়েছেন ৭৩ জন। 


পাবনা-১ (সাথিয়া আংশিক বেড়া) থেকে ৭ জন, পাবনা-২ (সুজানগর  আংশিক বেড়া) থেকে ১৩ জন, পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) ১৮ জন, পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) ২৪ জন, ও পাবনা-৫ (সদর) আসন থেকে ১০ জন আওয়ামী লীগের মনোনয়ন ফরম জমা দিয়েছেন। 


পাবনা - ১ আসন থেকে  আওয়ামী লীগের মনোনয় প্রত্যাশী হলেন  মোহাম্মদ ইব্রাহিম হোসেন, মোহাম্মদ শামসুল হক টুকু, মাহবুব বদি, আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার, আব্দুল আউয়াল, হাবিবুর রহমান হাবিব, মোহাম্মদ আবুল মাসুদ। 


পাবনা - ২ আসন থেকে  আওয়ামী লীগের মনোনয় প্রত্যাশী হলেন এ কে এম কামরুজ্জামান খান, মোহাম্মদ আব্দুল ওহাব, খন্দকার আজিজুল হক আরজু, ডঃ মজিবুর রহমান, মোহাম্মদ আজিজ খান, আহমেদ ফিরোজ কবির, মোহাম্মদ আশিকুর রহমান খান সবুজ, মোহাম্মদ আব্দুল মতিন, মোহাম্মদ তোফাজ্জল হোসেন চৌধুরী,  মোহাম্মদ আব্দুল কাদের মন্ডল, খন্দকার জাহাঙ্গীর কবির রানা, মোঃ হাসিবুর রহমান মঞ্জু , বিপ্লব চক্রবর্তী দিপু, মোল্লা মোহাম্মদ কফিল উদ্দিন। 


পাবনা- ৩ আসন থেকে  আওয়ামী লীগের মনোনয় প্রত্যাশী হলেন নুরজাহান বেগম, মোহাম্মদ বায়েজিদ দৌলা, মোহাম্মদ শহীদুল ইসলাম, মোহাম্মদ আবুল কালাম আজাদ, মোহাম্মদ আব্দুল হামিদ, মোহাম্মদ মেজবাহুর রহমান রেদু, মোহাম্মদ মকবুল হোসেন, মোহাম্মদ সাখাওয়াত হোসেন সাখো, মোহাম্মদ বাকীবিল্লাহ, মোহাম্মদ রবিউল করিম, মোহাম্মদ আতিকুর রহমান, তাওহিদ তানমান, মোহাম্মদ আব্দুল আলিম, মোঃ মশিউর রহমান, মোছাম্মদ উম্মে জাবিন, মোঃ খলিলুর রহমান সরকার, মোহাম্মদ নাহিদ হোসাইন, মোঃ শাহজাহান। 


পাবনা- ৪ আসন থেকে  আওয়ামী লীগের মনোনয় প্রত্যাশী হলেন মোহাম্মদ জালাল উদ্দিন, মোঃ সৈয়দ আলী, অ্যাডভোকেট আখতারুজ্জামান, মাহজাবিন শিরিন প্রিয়া, মোহাম্মদ রেজাউল রহিম লাল, মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব, মোহাম্মদ নায়েব আলী বিশ্বাস, মোহাম্মদ রবিউল আলম বুদু, মোহাম্মদ রফিকুল ইসলাম, এসএম গোলাম মোস্তফা, মোহাম্মদ ইসহাক আলী  মালিথা, মোহাম্মদ তালিবুর রহমান শরীফ, মোহাম্মদ আবুল কালাম আজাদ মিন্টু, মোহাম্মদ আব্দুল আলিম,  মোহাম্মদ রশিদুল্লা, মোছাম্মদ শ্যামা আক্তার শায়মা, মোহাম্মদ পাঞ্জাব আলী বিশ্বাস, মোহাম্মদ গোলাম মোস্তফা, মোহাম্মদ বশির আহমেদ, মোহাম্মদ শহীদুল ইসলাম রতন, মোহাম্মদ আকরাম হোসেন, মোসাম্মদ মুসলিমা জাহান, মোহাম্মদ নুরুজ্জামান বিশ্বাস, মোহাম্মদ শাহেদ ইমরান।


পাবনা- ৫ আসন থেকে  আওয়ামী লীগের মনোনয় প্রত্যাশী হলেন মোহাম্মদ মাযহারুল ইসলাম,  মোহাম্মদ আমিনুল হক, গোলাম ফারুক প্রিন্স, মোঃ মোশারফ হোসেন, মোঃ কামরুল হাসান মিন্টু, মোহাম্মদ আরশাদ আদনান রনি, মোহাম্মদ আবু রায়হান, খ:ম হাসান কবির আরিফ, মোঃ সোহেল হাসান শাহীন ও এডভোকেট বেলায়েত আলি বিল্লু।






আরও খবর


সম্পাদক : এ এইচ এম তারেক চৌধুরী, সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪
প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০।
নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৬৭৭২১৯৮৮০।
e-mail: [email protected], web: 71sangbad.com