বুধবার ১৩ নভেম্বর ২০২৪ ২৯ কার্তিক ১৪৩১
শিরোনাম: হাসিনা সঙ্গী-সাথী ফেলে রেখে স্বার্থপরের মতো পালিয়ে গেছেন: রিজভী       রাতে দেশের প্রধান দুই শহরে অগ্নিকাণ্ড       স্থায়ী কমিটির বৈঠক: জামায়াত ইস্যুতে যে তাগিদ বিএনপি নেতাদের       আবারও খুলনায় ভোক্তা-অধিকারের অভিযানে ৪৪ হাজার টাকা জরিমানা       উলামাদের মধ্যে রুহানী ঐক্য প্রয়োজন : জামায়াতের আমির       শাইখ সিরাজের বিরুদ্ধে প্রতারণার মামলা প্রত্যাহার ব্রাউনিয়ার       হাজারের বেশি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন      
গাইবান্ধার সর্বত্র আমন ধান কাটা শুরু
গাইবান্ধা থেকে আঃ খালেক মন্ডলঃ
প্রকাশ: বুধবার, ২২ নভেম্বর, ২০২৩, ৯:১১ এএম |

গাইবান্ধা জেলার সব এলাকায় পুরোদমে আমন ধান কাটা শুরু হয়েছে। এবারে জেলায় লক্ষ্যমাত্রার চেয়ে ২ হাজার ২৬০ হেক্টর বেশী জমিতে আমন ধান চাষ হয়েছে। এবারের লক্ষ্যমাত্রা ছিল ১ লাখ ২৭ হাজার ৪৬০ হেক্টর জমির। সেখানে চাষ হয়েছে ১ লাখ ২৯ হাজার ৭২০ হেক্টর জমিতে। এবারে আবহাওয়া অনুকুলে থাকায় আমন ধানের ফলন ভালো হওয়ায় কৃষকদের মধ্যে হাসি ফুটে উঠেছে। গাইবান্ধা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, এবারে জেলায় ১ লাখ ১৮ হাজার ৬১২ হেক্টরে উফশী, ৫ হাজার ৫৯২ হেক্টরে  হাইব্রিড এবং ৫ হাজার ৫১৬ হেক্টরে আমন চাষ হয়েছে। ইতিমধ্যে জেলার সর্বত্র ধান কাটা শুরু হয়েছে। সোমবার পর্যন্ত জেলায় ৩০ হাজার হেক্টর জমির ধান কর্তনের কাজ সম্পন্ন হয়েছে। বাকি জমির ধান কর্তন অব্যাহত রয়েছে। এবারে জেলায় ৩ লাখ ৮০ হাজার ৮০ মে. টন আমন চাল উৎপাদিত হবে বলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আশা করছে। 






আরও খবর


সম্পাদক : এ এইচ এম তারেক চৌধুরী, সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪
প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০।
নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৬৭৭২১৯৮৮০।
e-mail: [email protected], web: 71sangbad.com