সোমবার ১৪ অক্টোবর ২০২৪ ২৯ আশ্বিন ১৪৩১
শিরোনাম: প্রকল্প প্রস্তাবেই দুর্নীতি: ধরা পড়লে হইচই, শাস্তি হয়নি কারও       পাবনায় ট্রেজারি ভবন নির্মাণ: ব্যয় প্রস্তাব হয়েছে রেট শিডিউলের দ্বিগুণের বেশি       ছাত্র-জনতার আন্দোলনের একমাত্র মাস্টারমাইন্ড তারেক রহমান       যে ভিসায় ভারতে থাকার অনুমতি পেয়েছেন শেখ হাসিনা       সন্ত্রাসী কার্যক্রম বন্ধে পূজার পর সাঁড়াশি অভিযান : আইজিপি       পররাষ্ট্র সচিবের নেতৃত্বে মার্কিন পররাষ্ট্র দফতরের সাথে ‘ফলপ্রসূ’ আলোচনা       শেখ হাসিনার নামে মামলা করলেন মাহমুদুর রহমান      
মানহা’স ক্যাসেল ২১তম ফিদে রেটিং দাবা প্রতিযোগিতা, অনুর্ধ্ব-২০০০ রেটিং
প্রকাশ: শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩, ৯:২৮ পিএম |

মানহা’স ক্যাসেলর আয়োজনে মানহা’স ক্যাসেল ২১তম ফিদে রেটিং দাবা প্রতিযোগিতা, অনুর্ধ্ব-২০০০ রেটিং এর দ্বিতীয় রাউন্ডের খেলা শেষে ১৪ জন খেলোয়াড় পূর্ণ দুই পয়েন্ট অর্জন করেছেন। এরা হলেনঃ ফিরোজ আহমেদ, ক্যান্ডিডেট মাস্টার মোঃ জামাল উদ্দিন, ক্যান্ডিডেট মাস্টার অভিক সরকার, শাহিনুর হক, ফয়সাল হোসেন, মোহাম্মদ এনায়েত হোসেন, মোঃ জিলানী হোসেন মোল্লা, এ, বি, বাপ্পী, শিবু পোদ্দার, মোঃ জিয়া উদ্দিন, মোঃ হাসান, মোহাম্মদ শাকিল, শেখ রাশেদুল হাসান ও দ্বীন মোহাম্মদ। দুই দিন ব্যাপী ৬ রাউন্ড সুইস-লিগ পদ্ধতির এ প্রতিযোগিতার খেলা আজ (শনিবার) সকালে মানহা’স ক্যাসেলের হল-রুম, লেভেল-৫, আর এইচ হোম সেন্টার, ৭৪ গ্রিন রোড, ঢাকায় শুরু হয়। আজ (শনিবার) প্রথম, দ্বিতীয় ও তৃতীয় রাউন্ডের খেলা অনুষ্ঠিত হয়। প্রথম রাউন্ডের খেলায় ক্যান্ডিডেট মাস্টার মোঃ সাজিদুল হক সাফায়েত কিবরিয়া আজানকে, ক্যান্ডিডেট মাস্টার মোঃ জামাল উদ্দিন মোঃ আব্দুর রশিদকে, ক্যান্ডিডেট মাস্টার অভিক সরকার রেনে রাসিককে, আব্দুল মোমিন রাইন শেখকে,  ফয়সাল হোসেন জায়িফ মাহিন চৌধুরীকে, মোহাম্মদ এনায়েত হোসেন রফিকুল ইসলাম (লিটন) কে, রাফিউল রওশন মাজেদ ফাহিম জুয়েল খানকে, মহিলা ক্যান্ডিডেট মাস্টার জান্নাতুল ফেরদৌস মোঃ এনামুল হককে, মুহতাদি তাজওয়ার নাশিদ মোঃ মাহবুবুর রহমানকে, এ, বি, বাপ্পী কাজী সালাহউদ্দিনকে, তৌহিদুর রহমান সারোয়ার হোসেন উল্লাসকে, ড. রতন কুমার পাল হোসেন তাইমুর রোজকে, মোঃ হাসান ওয়াসেক বিল্লাহকে, মোহাম্মদ শাকিল রনীকে, শেখ রাশেদুল হাসান রাজ চৌহানকে, সিয়াম চৌধুরী কামরুল হাসান চৌধুরীকে, দ্বীন মোহাম্মদ মোঃ শরিফুজ্জামানকে, তানভীর আলম জাঁ-নেসার ওসমানকে, সোহেল মিয়া আবরার রেজাউল আহনাফ মোহাম্মদকে, শাহিনুর হক মোঃ গিয়াস উদ্দিনকে, শামসুল কবীর চৌধুরী এস, এম, রায়ান আব্দুল্লাহকে, মোঃ জিলানী হোসেন মোল্লা আসিয়া সুলতানাকে, মোঃ নাফিস ফুয়াদ জাহিন ইঞ্জিনিয়ার জয়নাল আবেদিনকে, এ বি এম জুবায়ের হোসেন গহর আলিকে, রায়ান রশিদ মুগ্ধ জান্নাতুল ফেরদৌসকে, মোঃ জিয়া উদ্দিন মাহবুবুল ইসলামকেমোঃ ফয়সাল ইউসুফ শিবলী সালাহউদ্দিনকে ও শিবু পোদ্দার তামিম সরকারকে পরাজিত করেন। দ্বিতীয় রাউন্ডের খেলায়ঃ ফিরোজ আহমেদ সিয়াম চৌধুরীকে, দ্বীন মোহাম্মদ ক্যান্ডিডেট মাস্টার মোঃ সাজিদুল হককে, ক্যান্ডিডেট মাস্টার মোঃ জামাল উদ্দিন তানভীর আলমকে, ক্যান্ডিডেট মাস্টার অভিক সরকার সোহেল মিয়াকে, শাহিনুর হক আব্দুল মোমিনকে, ফয়সাল হোসেন শামসুল কবীর চৌধুরীকে, মোহাম্মদ এনায়েত হোসেন মোঃ নাফিস ফুয়াদ জাহিনকে, মোঃ জিলানী হোসেন মোল্লা মহিলা ক্যান্ডিডেট মাস্টার জান্নাতুল ফেরদৌসকে, এ বি বাপ্পী এ বি এম জোবায়ের হোসেনকে, শিবু পোদ্দার মোঃ ফয়সাল ইউসুফকে, মোঃ জিয়া উদ্দিন ডা. রতন কুমার পালকে, মোঃ হাসান মুহতাদি তাজওয়ার নাশিদকে, মোহাম্মদ শাকিল রাফিউন রওশন মাজেদ ফাহিমকে ও শেখ রাশেদুল হাসান তৌহিদুর রহমানকে পরাজিত করেন। তৃতীয় রাউন্ডের খেলা রাত ৭-০০ টায় শুরু হয় এবং খেলাগুলো চলছিল। এ প্রতিযোগিতায় ৬৯ জন খেলোয়াড় অংশগ্রহণ করছেন। আজ (শনিবার) সকাল ১০-৩০ (সাড়ে দশ) টা হতে চতুর্থ রাউন্ডের খেলা চলছিল।  
মিডিয়া কমিটি






আরও খবর


সম্পাদক : এ এইচ এম তারেক চৌধুরী, সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪
প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০।
নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৬৭৭২১৯৮৮০।
e-mail: [email protected], web: 71sangbad.com