শিরোনাম: |
আজকের শেয়ারবাজার
|
আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ২৯০টি কো¤পানির ৮ কোটি ৬৩ লক্ষ ৮৬ হাজার ২৩টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৩৪৯ কোটি ১ লক্ষ ৩৩ হাজার ৩৩৫ টাকা। ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে সূচক ৮.৯১ পয়েন্ট বেড়ে ৬২৩১.৯৪ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ০.১৫ পয়েন্ট বেড়ে ২১০৮.৪৮ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ২.১২ পয়েন্ট বেড়ে ১৩৫৫.৩৩ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কো¤পানির মধ্যে দাম বেড়েছে ৯৩টির, কমেছে ৪৮টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮১টি কোম্পানীর শেয়ার। লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কো¤পানি হলো:- এমারেল্ড অয়েল, জিকিউ বল পেন, খুলনা প্রিন্টিং, ইয়াকিন পলিমার, ফু-ওয়াং ফুড, মুন্নু সিরামিকস, সেন্ট্রাল ফার্মা, আফতাব অটোমোবাইলস, ফু-ওয়াং সিরামিক ও সী পার্ল বীচ। দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কো¤পানি হলো: খুলনা প্রিন্টিং, স্ট্যান্ডার্ড সিরামিকস, এমারেল্ড অয়েল, আফতাব অটোমোবাইলস, সেন্ট্রাল ফার্মা, ঢাকা ডাইং, বিডি থাই, প্যাসেফিক ডেনিমস, ইভেন্স টেক্সটাইল ও ইয়াকিন পলিমার। দর কমার শীর্ষে প্রধান ১০টি কো¤পানি হলো:- জিলবাংলা সুগার মিলস, সী পার্ল বীচ, সোনালি আঁশ, জেমিনী সী বীচ, মুন্নু সিরামিকস, সমরিতা হাসপাতাল, জিকিউ বল পেন, শ্যামপুর সুগার, পেপার প্রসেসিং ও কোহিনুর কেমিক্যাল। আজ ডিএসই’র বাজার মূলধন:- ৭৭২২৬২৪৪৬৮৮১৬.৬০ |