বুধবার ৪ ডিসেম্বর ২০২৪ ২০ অগ্রহায়ণ ১৪৩১
শিরোনাম: মাওলানা মামুনুল হককে দেখতে হাসপাতালে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান       হাইকমিশনে হামলা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নষ্ট করার গভীর ষড়যন্ত্র : গোলাম পরওয়ার       আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ও বিএইচটি ইন্ড্রাস্ট্রিজ এর মধ্যে পে-রোল চুক্তি স্বাক্ষর       আজকের শেয়ারবাজার        এশিয়ার তিন দেশ সফরে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী       ব্যাংক খাতে প্রাতিষ্ঠানিক সুশাসন নেমে গেছে শূন্যের কোঠায়       আদানি থেকে বিদ্যুৎ কেনা অর্ধেকে নামিয়ে এনেছে বাংলাদেশ      
আজকের শেয়ারবাজার
প্রকাশ: রোববার, ৩ ডিসেম্বর, ২০২৩, ৮:১৯ পিএম |

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ২৯০টি কো¤পানির ৮ কোটি ৬৩ লক্ষ ৮৬ হাজার ২৩টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৩৪৯ কোটি ১ লক্ষ ৩৩ হাজার ৩৩৫ টাকা।

ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে সূচক ৮.৯১ পয়েন্ট বেড়ে  ৬২৩১.৯৪ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ০.১৫ পয়েন্ট বেড়ে ২১০৮.৪৮ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ২.১২ পয়েন্ট বেড়ে ১৩৫৫.৩৩ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কো¤পানির মধ্যে দাম বেড়েছে ৯৩টির, কমেছে ৪৮টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮১টি কোম্পানীর শেয়ার।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কো¤পানি হলো:- এমারেল্ড অয়েল, জিকিউ বল পেন, খুলনা প্রিন্টিং, ইয়াকিন পলিমার, ফু-ওয়াং ফুড, মুন্নু সিরামিকস, সেন্ট্রাল ফার্মা, আফতাব অটোমোবাইলস, ফু-ওয়াং সিরামিক ও সী পার্ল বীচ।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কো¤পানি হলো: খুলনা প্রিন্টিং, স্ট্যান্ডার্ড সিরামিকস, এমারেল্ড অয়েল, আফতাব অটোমোবাইলস, সেন্ট্রাল ফার্মা, ঢাকা ডাইং, বিডি থাই, প্যাসেফিক ডেনিমস, ইভেন্স টেক্সটাইল ও ইয়াকিন পলিমার।

দর কমার শীর্ষে প্রধান ১০টি কো¤পানি হলো:- জিলবাংলা সুগার মিলস, সী পার্ল বীচ, সোনালি আঁশ, জেমিনী সী বীচ, মুন্নু সিরামিকস, সমরিতা হাসপাতাল, জিকিউ বল পেন, শ্যামপুর সুগার, পেপার প্রসেসিং ও কোহিনুর কেমিক্যাল।

আজ ডিএসই’র বাজার মূলধন:- ৭৭২২৬২৪৪৬৮৮১৬.৬০







আরও খবর


সম্পাদক : এ এইচ এম তারেক চৌধুরী, সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪
প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০।
নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৬৭৭২১৯৮৮০।
e-mail: [email protected], web: 71sangbad.com