শিরোনাম: |
রাঙ্গামাটিতে মার্কেন্টাইল ব্যাংকের দিনব্যাপী ‘ক্লাস্টারভিত্তিক অর্থায়ন’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
|
মার্কেন্টাইল ব্যাংক পিএলসি. এর উদ্যোগে সম্প্রতি রাঙ্গামাটিতে দিনব্যাপী ‘ক্লাস্টারভিত্তিক অর্থায়ন’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম অফিসের নির্বাহী পরিচালক এ. বি. এম. জহুরুল হুদা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন। মার্কেন্টাইল ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও চট্টগ্রাম অঞ্চল প্রধান মোঃ জাকির হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম অফিসের অতিরিক্ত পরিচালক মোঃ ইকবাল হোসেন, রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য সবীর চাকমা, সোনালী ব্যাংক পিএলসি এর ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ সাইফুর রহমান ও রাঙ্গামাটি চেম্বার অফ কমার্স এর সভাপতি আবদুল ওয়াদুদ। এছাড়াও মার্কেন্টাইল ব্যাংক রাঙ্গামাটি শাখার প্রধান শ্যামল কান্তি বড়–য়াসহ অন্যান্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের শাখাপ্রধানগন, ক্রেডিট ডেস্কের কর্মকর্তাবৃন্দ, রাঙ্গামাটি জেলার বর্তমান এবং সম্ভাব্য উদ্যোক্তাবৃন্দ কর্মশালায় উপস্থিত ছিলেন।
|