শিরোনাম: |
রেপো, লিকুইডিটি সাপোর্ট সুবিধা এবং আইবিএলএফ নিলামের ফলাফল
|
০৬ ডিসেম্বর ২০২৩ তারিখ বুধবার বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্য বাংলাদেশ ব্যাংক রেপো, লিকুইডিটি সাপোর্ট সুবিধা এবং শরীয়াহ্ধসঢ়; ভিত্তিক ব্যাংকসমূহের জন্য ইসলামিক ব্যাংকস লিকুইডিটি সুবিধা (আইবিএলএফ) এর নিলাম অনুষ্ঠিত হয়। উক্ত নিলামে ০১ দিন মেয়াদি রেপো সুবিধার আওতায় ০৩টি ব্যাংক ৪৩৭.৪১ কোটি টাকার ০৫টি বিড, ০৭ দিন মেয়াদি রেপো সুবিধার আওতায় ১৮টি ব্যাংক ও ০২টি আর্থিক প্রতিষ্ঠান মোট ১১,৪৭৯.৭৭ কোটি টাকার ১১৪টি বিড, ০১ দিন মেয়াদি লিকুইডিটি সাপোর্ট সুবিধার আওতায় ১২টি পিডি ব্যাংক মোট ৭,০৪৫.০১ কোটি টাকার ৬৯টি বিড এবং ১৪ দিন মেয়াদি ইসলামিক ব্যাংকস লিকুইডিটি সুবিধার আওতায় ০৭টি ব্যাংক ৪,২৭৭.০০ কোটি টাকার ০৭টি বিড দাখিল করে। অকশন কমিটি কর্তৃক সকল বিডই গৃহীত হয়। ফলে রেপো, লিকুইডিটি সাপোর্ট সুবিধা এবং আইবিএলএফ এর আওতায় সর্বমোট ২৩,২৩৯.১৯ কোটি টাকা প্রদান করা হয়। উল্লিখিত ০১ দিন ও ০৭ দিন মেয়াদি রেপো এবং লিকুইডিটি সাপোর্ট সুবিধা এর সুদের হার ছিল যথাক্রমে বার্ষিক শতকরা ৭.৭৫, ৭.৮৫ ও ৭.৭৫ ভাগ এবং ১৪ দিন মেয়াদি ইসলামিক ব্যাংকস লিকুইডিটি সুবিধার ঊীঢ়বপঃবফ চৎড়ভরঃ জধঃব (ঊচজ) এর ব্যাপ্তি ছিল শতকরা ৬.৭৫- ৮.৫০ ভাগ।
|