সোমবার ২০ জানুয়ারি ২০২৫ ৭ মাঘ ১৪৩১
শিরোনাম: জাতীয়করণের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা সমাবেশ       জামায়াতে ইসলামী আজ গণমানুষের আস্থা ও ভালোবাসার দল       বিএনপির জন্য আগামী নির্বাচন এত সহজ নয় : তারেক রহমান       জাতীয় শিক্ষক ফোরামের প্রদান দাবি স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ করতে হবে       আলেমদের অবদানের স্বীকৃতি দিতে হবে ঘোষণাপত্রে: হেফাজত আমির       ফিলিস্তিনিরা ধ্বংসস্তূপে দাঁড়িয়ে স্বস্তির প্রহর গুনছেন        বাংলার জমিনে সন্ত্রাস চাঁদাবাজি দখলদারিত্বমুক্ত ইনসাফ কায়েমের লড়াই চলবেই : আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান      
রেপো, লিকুইডিটি সাপোর্ট সুবিধা এবং আইবিএলএফ নিলামের ফলাফল
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩, ৪:৫৭ পিএম |

০৬ ডিসেম্বর ২০২৩ তারিখ বুধবার বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্য বাংলাদেশ ব্যাংক রেপো, লিকুইডিটি সাপোর্ট সুবিধা এবং শরীয়াহ্ধসঢ়; ভিত্তিক ব্যাংকসমূহের জন্য ইসলামিক ব্যাংকস লিকুইডিটি সুবিধা (আইবিএলএফ) এর নিলাম অনুষ্ঠিত হয়। উক্ত নিলামে ০১ দিন মেয়াদি রেপো সুবিধার আওতায় ০৩টি ব্যাংক ৪৩৭.৪১ কোটি টাকার ০৫টি বিড, ০৭ দিন মেয়াদি রেপো সুবিধার আওতায় ১৮টি ব্যাংক ও ০২টি আর্থিক প্রতিষ্ঠান মোট ১১,৪৭৯.৭৭ কোটি টাকার ১১৪টি বিড, ০১ দিন মেয়াদি লিকুইডিটি সাপোর্ট সুবিধার আওতায় ১২টি পিডি ব্যাংক মোট ৭,০৪৫.০১ কোটি টাকার ৬৯টি বিড এবং ১৪ দিন মেয়াদি ইসলামিক ব্যাংকস লিকুইডিটি সুবিধার আওতায় ০৭টি ব্যাংক ৪,২৭৭.০০ কোটি টাকার ০৭টি বিড দাখিল করে। 


অকশন কমিটি কর্তৃক সকল বিডই গৃহীত হয়। ফলে রেপো, লিকুইডিটি সাপোর্ট সুবিধা এবং আইবিএলএফ এর আওতায় সর্বমোট ২৩,২৩৯.১৯ কোটি টাকা প্রদান করা হয়। উল্লিখিত ০১ দিন ও ০৭ দিন মেয়াদি রেপো এবং লিকুইডিটি সাপোর্ট সুবিধা এর সুদের হার ছিল যথাক্রমে বার্ষিক শতকরা ৭.৭৫, ৭.৮৫ ও ৭.৭৫ ভাগ এবং ১৪ দিন মেয়াদি ইসলামিক ব্যাংকস লিকুইডিটি সুবিধার ঊীঢ়বপঃবফ চৎড়ভরঃ জধঃব (ঊচজ) এর ব্যাপ্তি ছিল শতকরা ৬.৭৫- ৮.৫০ ভাগ।






আরও খবর


সম্পাদক : এ এইচ এম তারেক চৌধুরী, সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪
প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০।
নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৬৭৭২১৯৮৮০।
e-mail: [email protected], web: 71sangbad.com