বুধবার ৪ ডিসেম্বর ২০২৪ ২০ অগ্রহায়ণ ১৪৩১
শিরোনাম: মাওলানা মামুনুল হককে দেখতে হাসপাতালে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান       হাইকমিশনে হামলা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নষ্ট করার গভীর ষড়যন্ত্র : গোলাম পরওয়ার       আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ও বিএইচটি ইন্ড্রাস্ট্রিজ এর মধ্যে পে-রোল চুক্তি স্বাক্ষর       আজকের শেয়ারবাজার        এশিয়ার তিন দেশ সফরে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী       ব্যাংক খাতে প্রাতিষ্ঠানিক সুশাসন নেমে গেছে শূন্যের কোঠায়       আদানি থেকে বিদ্যুৎ কেনা অর্ধেকে নামিয়ে এনেছে বাংলাদেশ      
মৌলভী বাজার ভোটকেন্দ্রে দুর্বৃত্তদের আগুন
প্রকাশ: শনিবার, ৬ জানুয়ারি, ২০২৪, ১২:৪৫ এএম |

মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের ভোটকেন্দ্র—শহরতলী সাবিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অগ্নিকাণ্ড হয়েছে। শুক্রবার (৫ জানুয়ারি) রাত ৮টার দিকে অগ্নিকাণ্ড হয়। বিদ্যালয়টি মৌলভীবাজার-৩ (মৌলভীবাজার সদর ও রাজনগর) সংসদীয় আসনের একটি ভোটকেন্দ্র।

স্থানীয় বাসিন্দা ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল গফফার বাবলু এবং সহকারি শিক্ষক গোপন চক্রবর্তী জানান, এদিন রাত আনুমানিক ৮টার দিকে দুটি মোটরসাইকেলে করে এসে চারজন দুর্বৃত্ত একটি প্লাস্টিকের বোতলে দাহ্য পদার্থ দিয়ে স্কুলে অগ্নিসংযোগ করে পালিয়ে যায়।


এ সময় বিকট শব্দ শুনে ও আগুন দেখে এলাকার লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণ করে। কিন্তু এর মধ্যে বিদ্যালয়ের তিনটি কক্ষের সামনের দরজার আংশিক পুড়ে যায়। ঘটনার সময় কেন্দ্রটিতে কোনো পাহারাদার ছিল না।
খবর পেয়ে মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি রিটার্নিং অফিসার নাসরিন চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেন।


এ ছাড়া মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মো. আজমল হোসেন  রাত ১১টায় বলেন, স্থানীয় লোকের ভাষ্যমতে, প্রাথমিক বিদ্যালয়ে চারজন দুর্বৃত্ত একটি প্লাস্টিকের বোতল ও দাহ্য পদার্থ দিয়ে অগ্নিসংযোগ করে পালিয়ে গেছে। তবে ওই বিদ্যালয়ে পাহারা না থাকায় এই ঘটনা ঘটে। প্রতিটি ভোটকেন্দ্রে পাহারা জোরদার করা হয়েছে বলেও জানান তিনি।


মৌলভীবাজারের চারটি সংসদীয় আসনে আইন-শৃঙ্খলা রক্ষায় র‌্যাবের চারটি টহল টিম, সেনাবাহিনীর ৫৭৫ জন সদস্য, ২০ প্লাটুন বিজিবি, আনসার ব্যাটালিয়নের আটটি টিম, ২৭ জন নির্ভী ম্যাজিস্ট্রেট, আটজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং ইলেক্টোরাল ইনকোয়ারি কমিটির চারজন দায়িত্বে রয়েছেন।


মৌলভীবাজার জেলায় ৬৭টি ইউনিয়ন ও পাঁচটি পৌরসভায় মোট ভোটার রয়েছেন ১৫ লাখ ১৬ হাজার ৫৩৫ জন। এর মধ্যে পূরুষ সাত লাখ ৬৯ হাজার ৯৪৩জন, নারী ভোটার সাত লাখ ৪৬ হাজার ৬৪৮জন এবং ট্রান্সজেন্ডার পাঁচজন। মোট ভোটকেন্দ্র ৫৪৯টি ও স্থায়ী-অস্থায়ী মিলিয়ে বুথ থাকবে তিন হাজার ৩০৫টি।






আরও খবর


সম্পাদক : এ এইচ এম তারেক চৌধুরী, সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪
প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০।
নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৬৭৭২১৯৮৮০।
e-mail: [email protected], web: 71sangbad.com