শিরোনাম: |
লালমনিরহাটের হাতীবান্ধায় ভোটকেন্দ্রে আগুন ও নৌকার নির্বাচনী অফিস ভাঙচুর
|
লালমনিরহাটের হাতীবান্ধায় ভোটকেন্দ্রে আগুন ও নৌকার নির্বাচনী অফিস ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। শনিবার (৬ জানুয়ারি) রাত ১০টার দিকে হাতীবান্ধা উপজেলার সানিয়াজান ইউনিয়নের ৬নং ওয়ার্ড নিজ শেখ সুন্দর মাস্টার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। এর আগে শনিবার রাতে ৮টার দিকে ডাউয়াবাড়ী ইনিয়নের ৫নং ওয়ার্ডের নৌকার নির্বাচনী ক্যাম্প ভাঙচুর করে দুর্বৃত্তরা।জানা গেছে, রবিবার ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনের হাতীবান্ধা উপজেলায় প্রায় ৭২টি কেন্দ্র রয়েছে। সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন করতে মাঠে কাজ করছে প্রসাশন। এরই মধ্যে শনিবার রাত ১০টার দিকে নিজ শেখ সুন্দর মাস্টার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের কক্ষে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কোনো হতাহত বা বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এদিকে ওই দিন রাতে ডাউয়াবাড়ী ইনিয়নের ৫নং ওয়ার্ডের নৌকার নির্বাচনী ক্যাম্প ভাঙচুর করে দুর্বৃত্তরা। এ বিষয়ে ডাউয়াবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মশিউর রহমান বলেন, দুর্বৃত্তরা নৌকার নির্বাচনী ক্যাম্পে হামলা ও ভাঙচুর করেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। এ বিষয়ে হাতীবান্ধা ফায়ার সার্ভিস কর্মকর্তা মনির হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করা হয়েছে। কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়নি। এ বিষয়ে হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা ময়নুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শক করেছি। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে আজ রবিবার যথাসময়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
|