শিরোনাম: |
শ্রীবরদী উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আশরাফ হোসেন খোকা আর নেই
শেরপুর প্রতিনিধি
|
শেরপুরের শ্রীবরদী উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আশরাফ হোসেন খোকা গতরাত ১:৩০ মিনিটে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইননালিল্লাইহে..... রাজিউন) মরহুমের জানাযার নামায আজ শনিবার (২০ জানুয়ারী) ২:৩০ মিনিটে শ্রীবরদী সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হবে। তিনি প্রায় চল্লিশ বছর ছাত্রলীগ, যুবলীগসহ বাংলাদেশ আওয়ামীলীগ শ্রীবরদী উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও সভাপতির দায়ীত্ব পালণ করেছেন। এছাড়া তিনি শ্রীবরদী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা পরিষদের দুইবারের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। তার মৃত্যুতে শ্রীবরদী উপজেলা আওয়ামীগ গভীরভাবে শোকাহত এবং শোকাহত পরিবারের প্রতি শোকবার্তা জানানো হয়েছে।
|