শিরোনাম: |
শ্রীবরদী উপজেলা পরিষদ নির্বাচনে আ'লীগের মনোনয়ন প্রত্যাশী মাহবুবুর রহমানের মতবিনিময়
শেরপুর প্রতিনিধি
|
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী মাহবুবুর রহমান সুজা মতবিনিময় করেছেন। শুক্রবার (১৯ জানুয়ারী) রাতে রাণীশিমুল মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন রাণীশিমুল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামীলীগের সাবেক সভাপতি আমান উল্লাহ আমান। বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব বাংলাদেশ বেতার ও বিটিভি'র তালিকাভূক্ত কন্ঠ শিল্পী মিলন ঠাকুরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী মাহবুবুর রহমান সুজা। তিনি বলেন আমি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। ছাত্রলীগের রাজনীতির মধ্য দিয়ে আমি আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িয়ে পরি। বর্তমানে উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতির দায়ীত্ব পালণ করছি।আমার বিশ্বাস বিশ্ব মানবতার মা জননেত্রী শেখ হাসিনা আমাকে নৌকা প্রতীকে মনোনয়ন দিবেন। আমি মনোনয়ন পেলে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হবো। অন্যানের মাঝে বক্তব্য রাখেন রাণীশিমুল ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ সাজ মাস্টার, রাণীশিমুল ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান আবু সামা কবির বিএসসি, সাবেক ছাত্রনেতা সেলিম আল জাহান, আব্দুল জব্বার, সাবেক পুলিশ কর্মকর্তা আব্দুল জলিল, রাণীশিমুল ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি এম এ মোনায়েম, সাবেক ইউপি চেয়ারম্যান মাসুদ রানা, শ্রীবরদী এমএনবিপি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, যুবলীগের সভাপতি সাইফুল ইসলাম। এসময় আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী, বীর মুক্তিযোদ্ধা, গন্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি পেশার শতাধিক লোক উপস্থিত ছিলেন। |