সোমবার ২০ জানুয়ারি ২০২৫ ৭ মাঘ ১৪৩১
শিরোনাম: জাতীয়করণের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা সমাবেশ       জামায়াতে ইসলামী আজ গণমানুষের আস্থা ও ভালোবাসার দল       বিএনপির জন্য আগামী নির্বাচন এত সহজ নয় : তারেক রহমান       জাতীয় শিক্ষক ফোরামের প্রদান দাবি স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ করতে হবে       আলেমদের অবদানের স্বীকৃতি দিতে হবে ঘোষণাপত্রে: হেফাজত আমির       ফিলিস্তিনিরা ধ্বংসস্তূপে দাঁড়িয়ে স্বস্তির প্রহর গুনছেন        বাংলার জমিনে সন্ত্রাস চাঁদাবাজি দখলদারিত্বমুক্ত ইনসাফ কায়েমের লড়াই চলবেই : আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান      
শেরপুরে মামলা না নেওয়ার প্রতিবাদে মানববন্ধন
শেরপুর প্রতিনিধিঃ
প্রকাশ: সোমবার, ২৯ জানুয়ারি, ২০২৪, ৩:১৮ পিএম |

শেরপুরের শ্রীবরদীতে চাঁদার জন্য রিক্সা চালকের উপর হামলা করে গুরুতর আহত করার প্রায় তিন সপ্তাহ পেরিয়ে গেলেও  থানায় মামলা না নেওয়ার প্রতিবাদে মানববন্ধন এলাকাবাসী। ২৯ জানুয়ারি সোমবার  চাঁদা না দেওয়ার জন্য হামলার শিকার আহত রিক্সা চালকের নিজ এলাকা শেকদি গ্রামে ওই মানববন্ধন করেন এলাকাবাসী ও রিক্সা চালকরা। মানববন্ধনে বক্তারা বলেন, গত ১১ জানুয়ারী চাঁদা না দেওয়ায় সাতানী শ্রীবরদী এলাকার সাবেক কাউন্সিল হাবিবুল্লাহ'র ছোট ভাই বিল্লাল হোসেন, ভাগিনা বায়েজিদ সহ আরো কয়েকজন মারপিট করে শেকদি গ্রামের  ইদ্রিস আলীর ছেলে রিক্সা চালক শাহজাহান ও একই গ্রামের লাল মিয়ার ছেলে আক্রাম হোসেনকে গুরুতর আহত করে।



 পরে শাহজাহান শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও আক্রাম হোসেন শেরপুর সদর হাসপাতাল এবং পরবর্তীতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন। এ ঘটনায় রিক্সা চালক শাহজাহানের পিতা ইদ্রিস আলী বাদী হয়ে ৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৪/৫ জনকে আসামী করে থানায় মামলা দায়ের করেন। উক্ত মামলা দায়ের করার প্রায় তিন সপ্তাহ পেরিয়ে গেলেও মামলা নেননি পুলিশ। দ্রুত মামলা ও দোষীদের গ্রেফতারের দাবী জানান এলাকাবাসী ও রিক্সা চালকরা। এ বিষয়ে শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ কাইয়ুম খান সিদ্দিকী বলেন, এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি, তদন্ত চলছে তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।






আরও খবর


সম্পাদক : এ এইচ এম তারেক চৌধুরী, সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪
প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০।
নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৬৭৭২১৯৮৮০।
e-mail: [email protected], web: 71sangbad.com