শিরোনাম: |
শেরপুরে চেয়ারম্যান প্রার্থী ছালাহ্ উদ্দিনের গণসংযোগ
শেরপুর প্রতিনিধি
|
শেরপুরের শ্রীবরদী উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী উপজেলা আ'লীগের সাধারণ সম্পাদক ছালাহ্ উদ্দিন ছালেম গণ সংযোগে ব্যস্ত সময় পার করছেন। তিনি প্রতিদেনের কর্মসুচির অংশ হিসাবে বৃহস্পতিবার (০২ ফেব্রুয়ারী) রাতে উপজেলার শংকরঘোষ ও চৌরাস্তা বাজারে গণসংযোগ করেছেন। এসময় তিনি সাধারণ ভোটার, পথচারি, ব্যবসায়ীসহ সকল শ্রেণি পেশার মানুষের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় করেছেন। তিনি বলেন, আপনাদের দোয়া ও সমর্থনে আগামী উপজেলা পরিষদ নির্বাচনে আমি চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতা করবো। আমি আপনাদের সাথে নিয়ে শ্রীবরদী উপজেলা পরিষদকে একটি মডেল উপজেলা পরিষদ গঠন করবো। আমার বিশ্বাস আপনাদের সমর্থন পেলে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হবো। গণসংযোগকালে তার সফরসঙ্গী হিসাবে উপস্থিত ছিলেন। আ'লীগসহ সহযোগি সংগঠনের শতাধিক নেতাকর্মী। |