শিরোনাম: |
কবি এ কে সরকার শাওনের কবিতা "মিনতি করি বন্ধু রে"
|
বন্ধুরে, করজোড়ে মিনতি করি তোরে আজ চলে আয় না বন্ধু; একটু সময় বের করে অফিসের সব কাজ ছুড়ে ধানমন্ডির সীমান্ত সম্ভারে। সংসার সমরে সাময়িক বিরতির শ্বেত পতাকা তুলে, মাঘের শেষে স্নিগ্ধ বিকেলে সমমনার বন্ধুত্বের ছায়াতলে একটি বার আয় চলে বন্ধু কথা বলি প্রান খুলে। কতদিন দেখি না তোরে তোর জন্য মন আজও পোড়ে শীত-গ্রীষ্ম বসন্তের বাহারে একাকী বিরস মনে অবসরে ভরা আশ্বিনের করুণ সুরে। চলে আয় না বন্ধু আবারো মিনতি করি তোরে করজোড়ে.... রেখে দে না মান অভিমান পাটের শিকেয় তুলে ঠাট্টা মশকরার কথার দ্বেষ; দে না ঝেড়ে ফেলে! আসার সময় সযতনে মুঠোয় মুঠোয় কুড়িয়ে নিয়ে আসিস ছেলেবেলার সোনালী স্মৃতির রেশ। কী আর বোঝাবো জ্ঞানী-গুনী তোরে জগলুর কী সেই সাধ্য আছে রে! চলে আয় না বন্ধু আবারো মিনতি করি তোরে করজোড়ে.... আরো অন্তত একটি বার নিজেকে হারতে চাই ছেলেবেলার বন্ধুসভায় সুখ দুঃখে স্মৃতিকথায়। ভাসতে চাই অশ্রুনীরে চশমার লেন্স ঝাপসা করে। চলে আয় না বন্ধু আবারো মিনতি করি তোরে করজোড়ে.... মিনতি করি বন্ধু রে এ কে সরকার শাওন শাওনাজ ভিলা, উত্তরখান, ঢাকা। ৯ ফেব্রুয়ারী ২০২৪ কবিতাটি সমমনার বন্ধুদের জন্য লিখিত।
|