শিরোনাম: |
‘ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন উপলক্ষ্যে বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের প্রীতি সমাবেশ অনুষ্ঠিত’
|
বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল ঢাকা জজ কোর্ট শাখার উদ্যোগে আজ ১৮ ফেব্রুয়ারী ২০২৪, রবিবার রাজধানীর জজকোর্ট সংলগ্ন হোটেল স্টার কাবাব রেস্টুরেন্টে বিজ্ঞ আইনজীবীদের নিয়ে প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে ঢাকা আইনজীবি সমিতি নির্বাচন ২০২৪-২০২৫ উপলক্ষে নীল প্যানেলের প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়া হয়। প্রীতি সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল এর সভাপতি এডভোকেট জসীম উদ্দিন সরকার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ল’ইয়ার্স কাউন্সিলের সেক্রেটারি জেনারেল এডভোকেট মতিউর রহমান আকন্দ, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল। এডভোকেট আব্দুর রশিদের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর এডভোকেট ড. হেলাল উদ্দিন, সহকারী সেক্রেটারি দেলাওয়ার হোসেন, এডভোকেট এস এম কামাল উদ্দিন, বরিশাল আইনজীবী কল্যাণ সমিতির সভাপতি এড. মাবরুর রহমান শেখ, এড. পারভেজ হোসেন, এডভোকেট আব্দুর রাজ্জাক, এডভোকেট ইউসুফ আলী, এডভোকেট রেজাউর রহমান, এডভোকেট আবু বকর সিদ্দিক, এডভোকেট গোলাম রহমান ভুইয়া, এডভোকেট গিয়াস উদ্দিন, এডভোকেট লুৎফর রহমান, এডভোকেট আজমত হোসাইন সহ বিভিন্ন আইনজীবী নেতৃবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট জসিম উদ্দিন সরকার বলেন, সাধারণ আইনজীবীদের প্রত্যাশা পূরণের স্থান হলো ঢাকা আইনজীবী সমিতি। আইনজীবীদের অধিকার আদায় ও রক্ষায় সমিতির নির্বাচিত প্রতিনিধিদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। কিন্তু বিগত সময়ে আমরা তা দেখতে পাইনি। সম্প্রতি কোর্ট প্রাঙ্গনে নারী আইনজীবী বোনদেরকে নির্মমভাবে পেটানো হয়েছে। অথচ ঢাকা আইনজীবী সমিতি এক্ষেত্রে দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে। এর প্রধান কারণ হলো তাদের সততার অভাব। এমনকি তাদের স্বদিচ্ছার অভাবে নবীন আইনজীবীরাও হয়রানির স্বীকার হচ্ছেন। এছাড়াও বিচারাঙ্গনের উন্নয়ন ও আইনজীবীদের পেশাগত মান উন্নয়নেও এই আইনজীবী সমিতি ব্যার্থতার পরিচয় দিয়েছে। এমতাবস্থায় সত্যিকার ন্যায়বিচার নিশ্চিত করার স্বার্থে, আইনাঙ্গনে গতিশীলতা ও বিচারপ্রার্থীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য এবং আইনজীবীদের অধিকার সমুন্নত রাখতে তিনি আসন্ন ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে ইসলামী মূল্যবোধ ও জাতীয়তাবাদে বিশ্বাসী নীল প্যানেলের প্রার্থীদেরকে ভোট দিয়ে পূর্ণ প্যানেলে বিজয়ী করার আহ্বান জানান। এডভোকেট মতিউর রহমান আকন্দ বলেন, আইনজীবীগণ স্বাধীনতা সংগ্রাম, স্বৈরাচার বিরোধী সংগ্রাম সহ জাতীয় সকল সংকটে ঐতিহাসিক ভূমিকা পালন করেছেন। বর্তমান এই ফ্যাসিস্ট, অগণতান্ত্রিক ও অনির্বাচিত একনায়কতান্ত্রিক সরকারের হাত থেকে দেশের আইনাঙ্গনকে রক্ষার জন্য এবং আইনের শাসন কায়েম ও গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত করার লক্ষে ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে নীল প্যানেল মনোনীত সকল প্রার্থীদের ভোট প্রদান করে নিরঙ্কুশভাবে বিজয়ী করার জন্য তিনি আইনজীবীদের প্রতি উদাত্ত আহ্বান জানান। উল্লেখ যে, প্রীতি সমাবেশে আসন্ন ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে নীল প্যানেলের সভাপতি প্রার্থী খোরশেদ আলম মিয়া, সিনিয়র সহ-সভাপতি প্রার্থী এডভোকেট আব্দুর রাজ্জাক, সদস্য প্রার্থী এডভোকেট রেজাউল হক রিয়াজ ও মোঃ আরিফ নিজেদের সহ পূর্ণ প্যানেলকে বিজয়ী করার জন্য সাধারণ আইনজীবী ভোটারদের কাছে ভোট চান।
|