শনিবার ১৪ ডিসেম্বর ২০২৪ ৩০ অগ্রহায়ণ ১৪৩১
শিরোনাম: ওরিয়ন ইনফিউশন সপ্তাহজুড়ে ব্লক মার্কেটে সর্বোচ্চ লেনদেন        দখলদার ইসরাইয়েলি হামলায় গাজায় ফের নিহত ৬৬       দেশ গড়ার দ্বিতীয় সুযোগ যেন নষ্ট না হয় : আইন উপদেষ্টা       বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জানাতে স্মৃতিসৌধে জনতার ঢল       বুদ্ধিজীবী স্মৃতিসৌধে বিএনপির শ্রদ্ধা       বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধান উপদেষ্টার শ্রদ্ধা       মুক্তিযোদ্ধাদের অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করলেন আমিরে জামায়াত      
গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এবং প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের মধ্যে চুক্তি স্বাক্ষর
প্রকাশ: রোববার, ১২ মে, ২০২৪, ৬:২৫ পিএম |

বাংলাদেশের ইন্স্যুরেন্স খাতের জনপ্রিয় প্রতিষ্ঠান গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড সম্প্রতি চট্টগ্রামের স্বনামধন্য প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের সাথে একটি বীমা চুক্তি স্বাক্ষর করেছে। 
এই বীমা চুক্তি অনুযায়ী প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের সকল কর্মকর্তাগণ গার্ডিয়ান লাইফ এর বীমা সুরক্ষার আওতায় থাকবেন। 
বীমা চুক্তিটি আনুষ্ঠানিকভাবে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের জিইসি ক্যাম্পাসে স্বাক্ষরিত হয়েছে। উক্ত আয়োজনে গার্ডিয়ান লাইফের পক্ষ থেকে উপস্থিত ছিলেন শেখ রকিবুল করিম, এফসিএ, চিফ এক্সিকিউটিভ অফিসার; মাহমুদুর রহমান খান, এসইভিপি এন্ড হেড অব রিটেইল বিজনেস; মাহমুদ আফসার, ইভিপি এন্ড হেড অব গ্রুপ ইন্স্যুরেন্স; এবং ইফতেখার আহমেদ, ভিপি এন্ড হেড অফ গ্রুপ সার্ভিস সহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাগণ। 
প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রফেসর ড. অনুপম সেন, ভাইস চ্যান্সেলর এবং রেজিস্ট্রার খুরশিদুর রহমানসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
শেখ রকিবুল করিম, এফসিএ, সিইও, গার্ডিয়ান লাইফ উক্ত অনুষ্ঠানে বলেন, “আমরা প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের সাথে একত্রিত হয়ে তাদের সকল কর্মকর্তাদের জন্য বীমা সেবা নিশ্চিত করতে পেরে আনন্দিত। “সবার জন্য বীমা এই অনুপ্রেরণায় বিশ্বাসী গার্ডিয়ান লাইফ প্রতিনিয়ত মানুষের আর্থিক সুরক্ষা নিশ্চিতের লক্ষ্যে কাজ করে যাচ্ছে।“
প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডঃ অনুপম সেন কর্মকর্তাদের কল্যাণকে অগ্রাধিকার দিয়ে এই চুক্তিটির ব্যাপারে কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, "আমাদের শিক্ষক এবং কর্মীদের সমৃদ্ধি আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। গার্ডিয়ান লাইফের সাথে এই চুক্তিটি আমাদের কর্মীদের জন্য অধিক স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে আমাদের সহায়তা করবে।“ 
২০১৪ সালে যাত্রার সূচনা হতেই গার্ডিয়ান লাইফ বাংলাদেশের ইন্স্যুরেন্স ক্ষেত্রে অগ্রগতির জন্য বিশেষ ভূমিকা রেখে যাচ্ছে। দেশের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান এপেক্স, ব্র্যাক এবং স্কয়ারের পৃষ্ঠপোষকতায় গার্ডিয়ান লাইফ সমাজের সকল মানুষের জন্য বীমা সহজলভ্য করতে প্রতিশ্রুতিবদ্ধ।






আরও খবর


সম্পাদক : এ এইচ এম তারেক চৌধুরী, সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪
প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০।
নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৬৭৭২১৯৮৮০।
e-mail: [email protected], web: 71sangbad.com