শনিবার ১৪ ডিসেম্বর ২০২৪ ৩০ অগ্রহায়ণ ১৪৩১
শিরোনাম: ওরিয়ন ইনফিউশন সপ্তাহজুড়ে ব্লক মার্কেটে সর্বোচ্চ লেনদেন        দখলদার ইসরাইয়েলি হামলায় গাজায় ফের নিহত ৬৬       দেশ গড়ার দ্বিতীয় সুযোগ যেন নষ্ট না হয় : আইন উপদেষ্টা       বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জানাতে স্মৃতিসৌধে জনতার ঢল       বুদ্ধিজীবী স্মৃতিসৌধে বিএনপির শ্রদ্ধা       বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধান উপদেষ্টার শ্রদ্ধা       মুক্তিযোদ্ধাদের অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করলেন আমিরে জামায়াত      
আজকের শেয়ারবাজার
প্রকাশ: মঙ্গলবার, ১৪ মে, ২০২৪, ৮:০৭ পিএম |

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯৯টি কো¤পানির ২০ কোটি ২ হাজার ৩৩৩টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৬৬৪ কোটি ৩৬ লক্ষ ৬৭ হাজার ৮৫১ টাকা। ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে সূচক ৮১.১৪ পয়েন্ট কমে ৫৫৮৫.৬২ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ২৬.০৫ পয়েন্ট কমে ১৯৯১.৯৩ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ১৫.৭৬ পয়েন্ট কমে ১২২৫.৭৭ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কো¤পানির মধ্যে দাম বেড়েছে ৩১টির, কমেছে ৩৪৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টি কোম্পানীর শেয়ার।


লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কো¤পানি হলো:- ই-জেনারেশন, ওরিয়ন ইনফিউশন, নাভানা ফার্মা, এডভেন্ট ফার্মা, কোহিনূর কেমিক্যাল, বেস্ট হোল্ডিংস, এসকে ট্রিমস, গোল্ডেন হারভেস্ট, ওরিয়ন ফার্মা ও প্যারামাউন্ট ইন্স্যুরেন্স। দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কো¤পানি হলো: রিলায়েন্স১ মি. ফা., খান ব্রাদার্স পিপি, লিগ্যাসী ফুটওয়্যার, ইউনিলিভার, আরামিট লি., গোল্ডেন হারভেস্ট, প্রগতী লাইফ ইন্স্যুরেন্স, এসকে ট্রিমস, এডিএন টেলিকম ও আইবিসি।


দর কমার শীর্ষে প্রধান ১০টি কো¤পানি হলো:- ইউনিয়ন ইন্স্যুরেন্স, শাইনপুকুর সিরামিক, বিজিআইসি, স্টাইল ক্র্যাফট, এইচ আর টেক্সটাইল, আমান ফিড, গ্লোবাল হেভী কেমিক্যাল, ওরিয়ন ইনফিউশন, সোনালী পেপার ও নর্দার্ন ইন্স্যুরেন্স।

আজ ডিএসই’র বাজার মূলধন:- ৭০৪৪৯৮৬০০০৮৯৬.০০






আরও খবর


সম্পাদক : এ এইচ এম তারেক চৌধুরী, সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪
প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০।
নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৬৭৭২১৯৮৮০।
e-mail: [email protected], web: 71sangbad.com