সোমবার ২০ জানুয়ারি ২০২৫ ৭ মাঘ ১৪৩১
শিরোনাম: জাতীয়করণের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা সমাবেশ       জামায়াতে ইসলামী আজ গণমানুষের আস্থা ও ভালোবাসার দল       বিএনপির জন্য আগামী নির্বাচন এত সহজ নয় : তারেক রহমান       জাতীয় শিক্ষক ফোরামের প্রদান দাবি স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ করতে হবে       আলেমদের অবদানের স্বীকৃতি দিতে হবে ঘোষণাপত্রে: হেফাজত আমির       ফিলিস্তিনিরা ধ্বংসস্তূপে দাঁড়িয়ে স্বস্তির প্রহর গুনছেন        বাংলার জমিনে সন্ত্রাস চাঁদাবাজি দখলদারিত্বমুক্ত ইনসাফ কায়েমের লড়াই চলবেই : আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান      
টেক্সটাইল ও পোশাক শিল্পের সাপ্লাই চেইনে অর্গানিক উৎপাদনে ভূমিকা রাখছে জিএসসিএস
জবি প্রতিনিধি:
প্রকাশ: মঙ্গলবার, ১৪ মে, ২০২৪, ৮:৩৩ পিএম |

টেক্সটাইল ও পোশাক শিল্পের সাপ্লাই চেইনে অর্গানিক উৎপাদনে বাংলাদেশে অগ্রণী ভূমিকা রাখছে জিএসসিএস ইন্টারন্যাশনাল লিমিটেড। দেশের একমাত্র কোম্পানি হিসেবে প্রতিষ্ঠানটি বাংলাদেশসহ বিশ্বের ৩৫টি দেশে জিওটিএসসহ অন্যান্য আন্তর্তজাতিক স্ট্যান্ডার্ডের উপর সার্টিফিকেশন, অডিটিং, ক্যাপাসিটি বিল্ডিং-এর কাজ করছে। 

(সোমবার) জিএসসিএস ইন্টারন্যাশনাল লিমিটেড ও আহাসানুল্লাহ ইউনিভার্সিটি অফ সাইন্স এন্ড টেকনোলজি (AUST) এর যৌথ আয়োজনে টেক্সটাইল শিল্পে স্থায়িত্ব-এগিয়ে যাওয়ার পথ: জিওটিএস পরিপ্রেক্ষিত" বিষয়ে আয়োজিত এক সম্মেলনে বক্তারা এসব কথা বলেন। 

অনুষ্ঠানে বর্তমান বিশ্বের সবচেয়ে আলোচিত বিষয় ফ্যাশন ও পোশাক শিল্পের সাস্টেইনেবিলিটি বিষয়ে আলোচনা করা হয়। সম্মেলনে আহাসানুল্লাহ ইউনিভার্সিটি অফ সাইন্স এন্ড টেকনোলজির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মেদ মাহবুবুর রহমান প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। 

সম্মেলনে জিএসসিএস ইন্টারন্যাশনাল লি. এর ম্যানেজিং ডাইরেক্টর আব্দুল মোত্তালেব বলেন, জিএসসিএস ইন্টারন্যাশনাল লি. একমাত্র বাংলাদেশী কোম্পানী যারা বাংলাদেশসহ বিশ্বের ৩৫টি দেশে জিওটিএসসহ অন্যান্য আন্তর্তজাতিক স্ট্যান্ডার্ডের উপর সার্টিফিকেশন, অডিটিং, ক্যাপাসিটি বিল্ডিং-এর কাজ করে জিএসসিএস প্রধানতঃ অর্গানিক, রিসাইক্লিং এর ট্রেসাবিলিটি, সোশ্যাল এবং এনভায়রমেন্টাল সাস্টেনিবিলিটি, গভর্ন্যান্স, কেমিকেল ম্যানেজমেন্ট, আইএসও আইএসও সার্টিফিকেশন ইত্যাদির উপর বিশ্বব্যাপী সুনামের সাথে কাজ করে যাচ্ছে। 

আহাসানুল্লাহ ইউনিভার্সিটি অফ সাইন্স এন্ড টেকনোলজি এর উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মেদ মাহবুবুর রহমান বলেন, এইউএসটির টেক্সটাইল বিভাগ, সবসময় তার প্রগতিশীল ধারা বজায় রেখে সময় উপযোগী ও দক্ষ জনবল গড়ে তুলতে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। টেক্সটাইল বিভাগে উপস্থিত চারটি বিভাগের সাথে টেকসই চেয়ার নামে আরও একটি বিভাগ শুরু করতে যাচ্ছে।

তিনি আরও বলেন, 'এইউএসটি এবং জিএসসিএস এর জন্য এটি অত্যন্ত আনন্দের বিষয় যে, একে অপরের সহযোগী হিসাবে সাস্টেইনেবিলিটির উপর দীর্ঘমেয়াদী কাজ করে নতুন প্রজন্মকে টেকসই মুভমেন্টের সাথে একীভূত করা যেতে পারে। এক্ষেত্রে সাস্টেইনেবল ফাইবার এর উপর জিওটিএস দীর্ঘমেয়াদি কারিগরী  সহযোগিতা প্রদান করতে পারে।'

বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ইমদাদুল হক সম্মেলনটি পরিচালনা করেন। 






আরও খবর


সম্পাদক : এ এইচ এম তারেক চৌধুরী, সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪
প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০।
নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৬৭৭২১৯৮৮০।
e-mail: [email protected], web: 71sangbad.com