সোমবার ২০ জানুয়ারি ২০২৫ ৭ মাঘ ১৪৩১
শিরোনাম: জাতীয়করণের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা সমাবেশ       জামায়াতে ইসলামী আজ গণমানুষের আস্থা ও ভালোবাসার দল       বিএনপির জন্য আগামী নির্বাচন এত সহজ নয় : তারেক রহমান       জাতীয় শিক্ষক ফোরামের প্রদান দাবি স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ করতে হবে       আলেমদের অবদানের স্বীকৃতি দিতে হবে ঘোষণাপত্রে: হেফাজত আমির       ফিলিস্তিনিরা ধ্বংসস্তূপে দাঁড়িয়ে স্বস্তির প্রহর গুনছেন        বাংলার জমিনে সন্ত্রাস চাঁদাবাজি দখলদারিত্বমুক্ত ইনসাফ কায়েমের লড়াই চলবেই : আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান      
হামদর্দ বাংলাদেশের নতুন হারবাল ওষুধ H-Moringa (এইচ-মরিঙ্গা) ৫০০ মিগ্রা ক্যাপসুল এর মোড়ক উন্মোচন
প্রকাশ: বুধবার, ১৫ মে, ২০২৪, ৮:৩৮ পিএম |

স্বনামধন্য শিল্পপ্রতিষ্ঠান হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশের নতুন হারবাল ওষুধ ঐ-গড়ৎরহমধ (এইচ-মরিঙ্গা) ৫০০ মিগ্রা ক্যাপসুল এর আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করা হয়েছে। ১৫ মে ২২০২৪, বুধবার সকালে রাজধানীর বাংলামোটরে হামদর্দ বাংলাদেশের প্রধান কার্যালয়ে কেক কেটে এর বিপণনযাত্রা শুরু করা হয়।  

এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও চিফ মোতাওয়াল্লী ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া। এ সময় তিনি হামদর্দের গুণগত মানসম্পন্ন পণ্য এবং ওষুধের সেবা সকলের কাছে পৌঁছে দিয়ে স্বাস্থ্য সেবায় মানুষের পাশে থাকতে সংশ্লিষ্টদের প্রতি আহŸান জানান ।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক হাকীম মোহাম্মদ জামাল উদ্দিন রাসেল, পরিচালক বিপণন মোহাম্মদ শরীফুল ইসলাম, পরিচালক তথ্য ও গণসংযোগ আমিরুল মোমেনীন মানিকসহ ঊর্ধতন কর্মকর্তারা। 

ঐ-গড়ৎরহমধ (এইচ-মরিঙ্গা) এর প্রতিটি ক্যাপসুলে রয়েছে মরিঙ্গা বা সজনে পাতার (মরিঙ্গা ওলিফেরা) এক্সট্র্যাক্ট ৫০০ মিগ্রা। ঐ-গড়ৎরহমধ (এইচ-মরিঙ্গা) তে রয়েছে ৯২+ নিউট্রিয়েন্টস এবং ৪৬ ধরণের অ্যান্টিঅক্সিডেন্ট। এটি ভিটামিন এ, ভিটামিন সি, আয়রন, প্রোটিন, ফাইবার, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং পটাশিয়ামের একটি চমৎকার উৎস। এইচ-মরিঙ্গা অপুষ্টি ও রক্তাল্পতা দূর করে, শারীরিক দুর্বলতা দূর করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, দেহের সঠিক ওজন বজায় রাখে, রক্তে সুগারের মাত্রা নিয়ন্ত্রণ করে ও স্তন্যদানকারী মায়েদের দুধের উৎপাদন বাড়ায়। যারা পুষ্টিহীনতায় ভুগছেন এবং যাদের অতিরিক্ত পুষ্টির প্রয়োজন যেমন- ক্রীড়াবিদ, দুগ্ধদানকারী মা, বেড়ে ওঠা শিশু এবং দীর্ঘস্থায়ী অসুস্থদের জন্য ঐ-গড়ৎরহমধ (এইচ-মরিঙ্গা) ক্যাপসুল খুবই কার্যকরী।






আরও খবর


সম্পাদক : এ এইচ এম তারেক চৌধুরী, সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪
প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০।
নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৬৭৭২১৯৮৮০।
e-mail: [email protected], web: 71sangbad.com