সোমবার ২০ জানুয়ারি ২০২৫ ৭ মাঘ ১৪৩১
শিরোনাম: জাতীয়করণের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা সমাবেশ       জামায়াতে ইসলামী আজ গণমানুষের আস্থা ও ভালোবাসার দল       বিএনপির জন্য আগামী নির্বাচন এত সহজ নয় : তারেক রহমান       জাতীয় শিক্ষক ফোরামের প্রদান দাবি স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ করতে হবে       আলেমদের অবদানের স্বীকৃতি দিতে হবে ঘোষণাপত্রে: হেফাজত আমির       ফিলিস্তিনিরা ধ্বংসস্তূপে দাঁড়িয়ে স্বস্তির প্রহর গুনছেন        বাংলার জমিনে সন্ত্রাস চাঁদাবাজি দখলদারিত্বমুক্ত ইনসাফ কায়েমের লড়াই চলবেই : আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান      
জ্বালানি তেল ও পানির দাম বাড়ানোর সিদ্ধান্ত জনস্বার্থ বিরোধী : এনডিপি
প্রকাশ: শনিবার, ১ জুন, ২০২৪, ৮:২৫ পিএম |

তেল ও ওয়াসার পানির দাম বৃদ্ধির বৃদ্ধির সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি-এনডিপি চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তজা বলেছেন, বর্তমান সরকার ২০০৯ সালে ক্ষমতায় আসার পর থেকে বার বার পানি ও তেলের দাম বাড়িয়ে চলছে। সরকারের এই জনবিরোধী সিদ্ধান্ত শোষিত মানুষের জন্য ‘মড়ার উপর খাঁড়ার ঘা’ এর শামিল। শনিবার (১জুন) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।

পানি ও জ্বালানি তেলের দাম বাড়ানোয় সরকারের সমালোচনা করেছেন তিনি বলেছেন, এমনিতেই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষের নাভিশ্বাস। সেখানে আড়াই টাকা দাম বাড়ানো মানে সব জিনিসপত্রের দাম আবার বেড়ে যাওয়া। প্রতি জায়গায় এর প্রভাব পড়ে।

তিনি বলেন, সরকার চাল, ডাল, আটা, তেল, চিনিসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি করে দেশের জনগণকে চরম কষ্টের মধ্যে ঠেলে দিয়েছে। এবার ওয়াসার পানি ও জ্বালানি তেলের দাম বৃদ্ধি করে দেশের মানুষের দুর্ভোগ আরেকধাপ বৃদ্ধির ব্যবস্থা করেছে।

তিনি আরও বলেন, বর্তমান সরকার ক্ষমতায় এসে দুর্নীতি ও লুটপাট, অর্থ পাচার করে দেশের অর্থনীতিকে প্রায় ধ্বংস করে দিয়েছে। এখন দেশ চলতে পারছে না। তাই নিজেদের স্বার্থ রক্ষার জন্য পানি ও জ্বালানি তেলের বাড়িয়ে জনগণকে কষ্ট দিয়ে নিজেদের অপশানকে দীর্ঘস্থায়ী করার অপচেষ্টা চালাচ্ছে। এ অবস্থায় কোনো দেশ চলতে পারে না।






আরও খবর


সম্পাদক : এ এইচ এম তারেক চৌধুরী, সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪
প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০।
নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৬৭৭২১৯৮৮০।
e-mail: [email protected], web: 71sangbad.com