সোমবার ২০ জানুয়ারি ২০২৫ ৭ মাঘ ১৪৩১
শিরোনাম: জাতীয়করণের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা সমাবেশ       জামায়াতে ইসলামী আজ গণমানুষের আস্থা ও ভালোবাসার দল       বিএনপির জন্য আগামী নির্বাচন এত সহজ নয় : তারেক রহমান       জাতীয় শিক্ষক ফোরামের প্রদান দাবি স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ করতে হবে       আলেমদের অবদানের স্বীকৃতি দিতে হবে ঘোষণাপত্রে: হেফাজত আমির       ফিলিস্তিনিরা ধ্বংসস্তূপে দাঁড়িয়ে স্বস্তির প্রহর গুনছেন        বাংলার জমিনে সন্ত্রাস চাঁদাবাজি দখলদারিত্বমুক্ত ইনসাফ কায়েমের লড়াই চলবেই : আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান      
আগামী ২১ জুন ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী
প্রকাশ: শুক্রবার, ১৪ জুন, ২০২৪, ১:৫০ এএম |

দ্বিপক্ষীয় সফরে আগামী ২১ জুন ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা। জানা গেছে, প্রধানমন্ত্রীর এবারের সফর দুই অথবা তিন দিনের হতে পারে। আগামী ২২ জুন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তবে ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী হওয়ায় দলীয় সভাপতি শেখ হাসিনা ওই দিন দেশেই থাকবেন। তাই ২৩ জুনের কর্মসূচি বিবেচনায় ২২ জুন সন্ধ্যার মধ্যে ভারত সফর শেষ করতে চান তিনি। সেটি হলে সফর দুইদিনেরও হতে পারে।



‌কূটনৈতিক সূত্র বলছে, গত মে মাসে ভারতের পররাষ্ট্র সচিব বিনয় কোয়াত্রা ঢাকায় এসে প্রধানমন্ত্রীর হাতে ভারত সফরের আমন্ত্রণপত্র তুলে দেন। সেই অনুযায়ী, ২১ থেকে ২৩ জুন প্রধানমন্ত্রীর ভারত সফরের প্রস্তু‌তিও চলছিল। কিন্তু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর বাংলাদেশের প্রধানমন্ত্রীর স‌ঙ্গে টে‌লি‌ফোনে কথা বলেন। আর আমন্ত্রণ জানান তার নতুন সরকা‌রের শপথ অনুষ্ঠানে।

আমন্ত্রণ গ্রহণ করে মো‌দীর শপথ অনুষ্ঠানে যোগ দেন শেখ হাসিনা। এবার দ্বিপক্ষীয় সফরে চলতি মাসে দ্বিতীয়বারের মতো ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী। সফরে দুই শীর্ষ নেতার মধ্যে দুই দেশের স্বার্থ সং‌শ্লিষ্ট বি‌ভিন্ন বিষয়ে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে।



গত ৮ জুন প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর টানা তৃতীয়বার শপথ অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে যান। মোদী শপথ গ্রহণের পর দুই নেতার মধ্যে সংক্ষিপ্ত বৈঠক হয় এবং উভয় নেতাই পরস্পরকে নিজ নিজ দেশ সফরের আমন্ত্রণ জানান।

Jagonews24 Google News Channelজাগোনিউজের খবর পেতে ফলো করুন আমাদের গুগল নিউজ চ্যানেল।
এদিকে, আগামী ৮ জুলাই প্রধানমন্ত্রী দ্বিপক্ষীয় সফরে চীন যাবেন, ফিরবেন ১০ জুলাই। সফরকালে দেশটির প্রধানমন্ত্রী লি কেকিয়াংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ছাড়াও প্রেসিডেন্ট শি জিন পিং এবং স্পিকারের সঙ্গে তার বৈঠক হতে পারে বলে জানা গেছে।






আরও খবর


সম্পাদক : এ এইচ এম তারেক চৌধুরী, সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪
প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০।
নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৬৭৭২১৯৮৮০।
e-mail: [email protected], web: 71sangbad.com