শনিবার ১৪ ডিসেম্বর ২০২৪ ৩০ অগ্রহায়ণ ১৪৩১
শিরোনাম: ওরিয়ন ইনফিউশন সপ্তাহজুড়ে ব্লক মার্কেটে সর্বোচ্চ লেনদেন        দখলদার ইসরাইয়েলি হামলায় গাজায় ফের নিহত ৬৬       দেশ গড়ার দ্বিতীয় সুযোগ যেন নষ্ট না হয় : আইন উপদেষ্টা       বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জানাতে স্মৃতিসৌধে জনতার ঢল       বুদ্ধিজীবী স্মৃতিসৌধে বিএনপির শ্রদ্ধা       বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধান উপদেষ্টার শ্রদ্ধা       মুক্তিযোদ্ধাদের অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করলেন আমিরে জামায়াত      
সাইফ পাওয়ারটেক ৪৮তম দাবা চ্যাম্পিয়নশিপ-২০২৪
প্রকাশ: বুধবার, ৩ জুলাই, ২০২৪, ৮:২৬ পিএম |

সাইফ পাওয়ারটেক লিমিটেডের পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে ৪৮তম দাবা চ্যাম্পিয়নশিপ-২০২৪ এর দশম রাউন্ডের খেলা শেষে ফিদে মাস্টার মনন রেজা নীড় ১০ খেলায় ৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় এককভাবে শীর্ষস্থান অক্ষুন্ন রেখেছেন। একই সঙ্গে তার আন্তর্জাতিক মাস্টারের নর্মটি ১০ খেলায় উন্নীত হয়েছে। সাড়ে সাত পয়েন্ট নিয়ে বাংলাদেশ আনসারের আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান এককভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন। সাত পয়েন্ট নিয়ে বাংলাদেশ আনসারের গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান তৃতীয় স্থানে রয়েছেন। সাড়ে ছয় পয়েন্ট করে নিয়ে বাংলাদেশ আনসারের গতবারের চ্যাম্পিয়ন গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজীব চতুর্থ স্থানে ও বাংলাদেশ আনসারের  গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ ছয় পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছেন।


আজ (বুধবার) অনুষ্ঠিত দশম রাউন্ডের খেলায় ফিদে মাস্টার মনন রেজা নীড় বরিশালের ফিদে মাস্টার দেবরাজ চ্যাটার্জীকে পরাজিত করেন আজ ফিদে মাস্টার মনন রেজা নীড় কালো ঘুঁটি নিয়ে ফিদে মাস্টার দেবরাজ চ্যাটার্জী বিরুদ্ধে বেনোনি ডিফেন্স পদ্ধতিতে খেলে ৫৭ চালে জয়ী হন।আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান বাংলাদেশ বিমানের আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিলকে পরাজিত করেন। আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান সাদা ঘুঁটি নিয়ে আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিলের বেংকো গ্যাম্বিট পদ্ধতির বিরুদ্ধে খেলে ২৯ চালের মাথায় জয়ী হন।

গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান রাজবাড়ী জেলার অমিত বিক্রম রায়কে পরাজিত করেন। গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান সাদা ঘুঁটি নিয়ে লন্ডন সিস্টেম পদ্ধতি অবলম্বন করে ৪৩ চালের মাথায় অমিত বিক্রম রায়ের বিরুদ্ধে জয়ী হন।গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজীব পল্লী সঞ্চয় ব্যাংকের অনত চৌধুরীর সাথে ড্র করেন। গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজীব কালো ঘুঁটি নিয়ে অনত চৌধুরীর বিরুদ্ধে সিসিলিয়ান ডিফেন্স অবলম্বন করে নাজর্ডফ বিশ্লেষনে খেলে ৩৩ চালে ড্র করেন।

গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ বাংলাদেশ আনসারের ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়ার সাথে ড্র করেন। গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ কালো ঘুঁটি নিয়ে ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়ার ক্যাটালান ওপেনিং পদ্ধতি খেলে ৪৬ চালের মাথায় ড্র করেন।  বাংলাদেশ নৌবাহিনীর আন্তর্জাতিক মাস্টার মোঃ মিনহাজ উদ্দিন বাংলদেশ বিমানের ফিদে মাস্টার নাইম হককে পরাজিত করেন। আন্তর্জাতিক মাস্টার মোঃ মিনহাজ উদ্দিন সাদা ঘুঁটি নিয়ে রুই-লোপেজ ওপেনিং পদ্ধতিতে খেলে চালের মাথায় ফিদে মাস্টার নাইম হকের বিরুদ্ধে ৪৩ চালের মাথায় জয়ী হন।


বাংলাদেশ নৌবাহিনীর ফিদে মাস্টার সেখ নাসির আহমেদ বাংলাদেশ নৌবাহিনীর ফিদে মাস্টার খন্দকার আমিনুল ইসলামের সাথে ড্র করেন। ফিদে মাস্টার সেখ নাসির আহমেদ কালো ঘুঁটি নিয়ে ফিদে মাস্টার খন্দকার আমিনুল ইসলামের ইংলিশ ওপেনিং পদ্ধতির বিরুদ্ধে খেলে ৬ চালের মাথায় ড্র করেন।
দশম রাউন্ড শেষে পয়েন্ট তালিকাঃ ৮ পয়েন্ট- ফিদে মাস্টার মনন রেজা নীড়, ৭.৫- আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান, ৭ পয়েন্ট- গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান, ৬.৫- গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজীব, ৬ পয়েন্ট- গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ, ৫ পয়েন্ট-আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল ও ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া, ৪.৫ পয়েন্ট-ফিদে মাস্টার সেখ নাসির আহমেদ, ফিদে মাস্টার খন্দকার আমিনুল ইসলাম ও অনত চৌধুরী, ৪ পয়েন্ট- আন্তর্জাতিক মাস্টার মোঃ মিনহাজ উদ্দিন, ৩.৫ পয়েন্ট- ফিদে মাস্টার নাইম হক, ৩ পয়েন্ট- ফিদে মাস্টার দেবরাজ চ্যাটার্জী- ১ পয়েন্ট-অমিত বিক্রম রায়। আগামীকাল (বৃহস্পতিবার) বেলা ৩-০০ (তিন) টা হতে একাদশ রাউন্ডের খেলা একই স্থানে শুরু হবে।






আরও খবর


সম্পাদক : এ এইচ এম তারেক চৌধুরী, সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪
প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০।
নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৬৭৭২১৯৮৮০।
e-mail: [email protected], web: 71sangbad.com