শনিবার ১৪ ডিসেম্বর ২০২৪ ৩০ অগ্রহায়ণ ১৪৩১
শিরোনাম: ওরিয়ন ইনফিউশন সপ্তাহজুড়ে ব্লক মার্কেটে সর্বোচ্চ লেনদেন        দখলদার ইসরাইয়েলি হামলায় গাজায় ফের নিহত ৬৬       দেশ গড়ার দ্বিতীয় সুযোগ যেন নষ্ট না হয় : আইন উপদেষ্টা       বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জানাতে স্মৃতিসৌধে জনতার ঢল       বুদ্ধিজীবী স্মৃতিসৌধে বিএনপির শ্রদ্ধা       বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধান উপদেষ্টার শ্রদ্ধা       মুক্তিযোদ্ধাদের অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করলেন আমিরে জামায়াত      
কোপা আমেরিকা : ব্রাজিলকে কাঁদিয়ে সেমিতে উরুগুয়ে
প্রকাশ: রোববার, ৭ জুলাই, ২০২৪, ৯:৩৮ এএম আপডেট: ০৭.০৭.২০২৪ ১১:৫৮ এএম |

কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে টাইব্রেকারে হেরে কোপা আমেরিকা থেকে বিদায় নিয়েছে ব্রাজিল। সেমি ফাইনালে যাওয়ার লড়াইয়ে আজ লাস ভেগাসে নির্ধারিত ৯০ মিনিটে কোনো গোল করতে পারেনি দুই দল। গোলশূন্য সমতায় খেলা শেষ হওয়ায় টাইব্রেকারে গড়ায় ব্রাজিল-উরুগুয়ে ম্যাচ। টাইব্রেকারে ৪-২ গোলে জিতে সেমি ফাইনালে উঠে গেল বিয়েলসার শিষ্যরা।


একের পর এক ফাউলে পুরো ৯০ মিনিট জুড়ে দর্শকদের জন্য উপভোগ্য ফুটবল উপহার দিতে পারল না কোন দলই। প্রথমার্ধের শুরুতে সেভাবে আক্রমণেও যেতে পারেনি ব্রাজল। অন্যদিকে প্রতিপক্ষের রক্ষণভাগকে বেশ চাপে রেখেছিল উরুগুয়ে। ম্যাচের ১৮তম মিনিটে ডারইউন নুনেজের দুর্দান্ত এক হেড রুখে দেন ব্রাজিলের ডিফেন্ডাররা।


এক মিনিট পর কর্নার থেকে আসা বল মাথিয়াস ওলিভেরা মাথায় লেগে গোলবারের বাইরে দিয়ে চলে যায়। ম্যাচের ৩৫তম নুনেজের হেড গোলবারের সামান্য উপর দিয়ে চলে গেলে আবারো গোল বঞ্চিত উরুগুয়ে হলে কাউন্টার  অ্যাটাকে যায় ব্রাজিল। তবে  গোলকিপারকে পরাস্ত করতে ব্যর্থ হয় রাফিনিয়া। ইনজুরি টাইমেও সুযোগ পেয়েছিল রাফিনিয়া, কিন্তু আবারো বাধা হয়ে দাঁড়ায় উরুগুয়ের গোলকিপার।

শেষ পর্যন্ত গোলশূন্য সমতায় শেষ হয় প্রথমার্ধের খেলা।
বিরতির পর চলতে থাকে একের পর এক ফাউল। ৭৪ মিনিটে নান্দেজ লাল খেয়ে ১০ জনের দলে পরিণত হয় উরুগুয়ে। রদ্রিগোকে পেছন থেকে এসে বিপদজনক ট্যাকল করেন নান্দেজ। রেফারি শুরুতে হলুদ কার্ড দিলেও ভিএআর দেখার পর এই ফাউলে আসে লাল কার্ড।


তবুও সুযোগ কাজে লাগাতে পারেনি ব্রাজিল। গোলশূণ্য শেষ হয় খেলাটি। খেলা গড়ায় টাইব্রেকারে।
টাইব্রেকারে ব্রাজিলের মিলিতাও আর ডগলাস লুইস শট মিস করলে ৪-২ ব্যবধানে হেরে কোপা আমেরিকার  কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়তে হয় সেলেসাওদের।






আরও খবর


সম্পাদক : এ এইচ এম তারেক চৌধুরী, সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪
প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০।
নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৬৭৭২১৯৮৮০।
e-mail: [email protected], web: 71sangbad.com