শিরোনাম: |
জলঢাকায় বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
বিধান চন্দ্র রায়, জলঢাকা (নীলফামারী) প্রতিনিধিঃ
|
নীলফামারীর জলঢাকা উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনুর্ধ১৭) শুরু হয়েছে। এ উপলক্ষে রবিবার (১৪ জুলাই) বিকালে উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে এই খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন নীলফামারী-৩ (জলঢাকা) আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্র ও সংস্কৃতি বিষয়ক স্থায়ী কমিটির সদস্য, কেন্দ্রীয় যুবলীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সাদ্দাম হোসেন পাভেল। উপজেলা নির্বাহী অফিসার জি আর সারোয়ারের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আনছার আলী মিন্টু, সহকারী কমিশনার (ভূমি) এবিএম সারোয়ার রাব্বী, মেয়র নাসিব সাদিক নোভা, ওসি নজরুল ইসলাম উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সহীদ হোসেন রুবেল, ভাইস চেয়ারম্যান শাহিনুর রহমান, মনোয়ারা বেগম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন ময়নুল হক, বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফফার, ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম মুকুল, ইউপি চেয়ারম্যান জাহেদ আলী, ইউপি চেয়ারম্যান আহমেদ হোসেন ভেন্ডার, ইউপি চেয়ারম্যান আবু তাহের, ইউপি চেয়ারম্যান রাকিবুল ইসলাম ও ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা মানিক প্রমুখ। উদ্বোধনী খেলায় এই রিপোর্ট লেখা পর্যন্ত ধর্মপাল ইউনিয়ন ২--০ গোলে খুটামারা ইউনিয়নের ফুটবল একাদশের বিরুদ্ধে এগিয়ে ছিল। উপজেলা প্রশাসনের আয়োজনে টুর্নামেন্টে ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভাসহ মোট ১২টি দল অংশগ্রহণ করছে। |