সোমবার ১৪ অক্টোবর ২০২৪ ২৯ আশ্বিন ১৪৩১
শিরোনাম: প্রকল্প প্রস্তাবেই দুর্নীতি: ধরা পড়লে হইচই, শাস্তি হয়নি কারও       পাবনায় ট্রেজারি ভবন নির্মাণ: ব্যয় প্রস্তাব হয়েছে রেট শিডিউলের দ্বিগুণের বেশি       ছাত্র-জনতার আন্দোলনের একমাত্র মাস্টারমাইন্ড তারেক রহমান       যে ভিসায় ভারতে থাকার অনুমতি পেয়েছেন শেখ হাসিনা       সন্ত্রাসী কার্যক্রম বন্ধে পূজার পর সাঁড়াশি অভিযান : আইজিপি       পররাষ্ট্র সচিবের নেতৃত্বে মার্কিন পররাষ্ট্র দফতরের সাথে ‘ফলপ্রসূ’ আলোচনা       শেখ হাসিনার নামে মামলা করলেন মাহমুদুর রহমান      
দুবাইয়ের আবির ইমিগ্রেশন সেন্টারে ‘বাংলাদেশ হেল্পডেস্ক‘ চালু
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪, ৬:০৫ পিএম |

আজ ০৫ সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকায় দুবাই ইমিগ্রেশনের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আহমেদ আল মারি-এর সাথে সাক্ষাৎ করেন বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, দুবাই ও উত্তর আমিরাতের মান্যবর কনসাল জেনারেল বি এম জামাল হোসেন। কাউন্সেলর (লেবার) মো. আব্দুস সালাম, কাউন্সেলর (পাসপোর্ট ও ভিসা) মোহাম্মদ কাজী ফয়সাল, দূতালয় প্রধান মো. আশফাক হোসাইন ও প্রথম সচিব (প্রেস) মো. আরিফুর রহমান সে সময় উপস্থিত ছিলেন। 

কনসাল জেনারেল ও তার সহকর্মীগণকে নিয়ে জেনারেল মারি আবির ইমিগ্রেশন সেন্টারে সাধারণ ক্ষমা সংক্রান্ত বিভিন্ন সেবা কার্যক্রম পরিদর্শন করেন। বাংলাদেশের কনসাল জেনারেল দুবাই ইমিগ্রেশন কর্তৃক সুশৃঙ্খল আয়োজন, চমৎকার ব্যবস্থাপনা, সেবাপ্রার্থীদের জন্য খাবার পানি ও অন্যান্য সুবিধা প্রদানের জন্য জেনারেল মারিকে ধন্যবাদ জানান। জেনারেল মারি প্রবাসী বাংলাদেশীদেরকে  কালক্ষেপণ না করে যত দ্রুত সম্ভব সাধারণ ক্ষমার সুযোগ গ্রহণ করার আহবান জানান এবং আমের সেন্টার/ইমিগ্রেশন অফিসে এসে সেবা গ্রহণের ক্ষেত্রে অবশ্যই প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে আনার পরামর্শ দেন। 

কনস্যুলেটের কর্মকর্তাবৃন্দ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল কর্তৃক সেখানে স্থাপিত ‘বাংলাদেশ হেল্পডেস্ক‘ ঘুরে দেখেন এবং সেবাপ্রার্থীদের সাথে কথা বলেন। উল্লেখ্য, ‘বাংলাদেশ হেল্পডেস্ক‘ এর মাধ্যমে সেবাপ্রার্থীদেরকে সার্বক্ষণিক পরামর্শ ও দিক নির্দেশনা প্রদান করা হচ্ছে।  এসময় মান্যবর কনসাল জেনারেল আবির সেন্টারে উপস্থিত সরাসরি চাকুরী প্রদানকারী ১৮ টি প্রতিষ্ঠানের ব্যক্তিবর্গের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং বাংলাদেশী চাকুরীপ্রার্থীগণ যাতে কোম্পানীগুলোতে সহজে চাকুরীলাভের সুযোগ পান সেবিষয়ে কোম্পানী প্রতিনিধিদের সাথে মতবিনিময় করেন।   






আরও খবর


সম্পাদক : এ এইচ এম তারেক চৌধুরী, সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪
প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০।
নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৬৭৭২১৯৮৮০।
e-mail: [email protected], web: 71sangbad.com