বুধবার ১৩ নভেম্বর ২০২৪ ২৯ কার্তিক ১৪৩১
শিরোনাম: হাসিনা সঙ্গী-সাথী ফেলে রেখে স্বার্থপরের মতো পালিয়ে গেছেন: রিজভী       রাতে দেশের প্রধান দুই শহরে অগ্নিকাণ্ড       স্থায়ী কমিটির বৈঠক: জামায়াত ইস্যুতে যে তাগিদ বিএনপি নেতাদের       আবারও খুলনায় ভোক্তা-অধিকারের অভিযানে ৪৪ হাজার টাকা জরিমানা       উলামাদের মধ্যে রুহানী ঐক্য প্রয়োজন : জামায়াতের আমির       শাইখ সিরাজের বিরুদ্ধে প্রতারণার মামলা প্রত্যাহার ব্রাউনিয়ার       হাজারের বেশি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন      
ওয়ালটন বিএসজেএ স্পোর্টস কার্নিভালের উদ্বোধন, টিটিতে চ্যাম্পিয়ন মুন
প্রকাশ: মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪, ৮:৩৭ পিএম |

ওয়ালটন বিএসজেএ স্পোর্টস কার্নিভালের উদ্বোধন হয়েছে মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর)। বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (বিএসজেএ) কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে কার্নিভালের উদ্বোধন করেন ওয়ালটন হাই টেক ইন্ড্রাস্ট্রিজ, পিএলসির জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক এফ.এম. ইকবাল বিন আনোয়ার (ডন)। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় টেবিল টেনিস দলের কোচ মোহাম্মদ আলি ও মহিলা টেবিল টেনিসের সাবেক চ্যাম্পিয়ন সুলতানা সোমা।

উদ্বোধনী দিনে টেবিল টেনিস একক ও দ্বৈত ইভেন্ট অনুষ্ঠিত হয়েছে। এককের ফাইনালে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের মাঝহারুল ইসলামকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন ঢাকা ট্রিবিউনের ফজলে রাব্বি মুন। এই ইভেন্টে তৃতীয় হয়েছেন দৈনিক যুগান্তরের জ্যোতির্ময় মণ্ডল।

দ্বৈত ইভেন্টেও জ্যোতির্ময়কে নিয়ে চ্যাম্পিয়নের মুকুট পরেছেন মুন। ফাইনালে তারা হারিয়েছেন মাঝহারুল ইসলাম ও তায়েব অনন্ত জুটিকে। দ্বৈতে মেহেদী হাসান রামিন-ইয়াসিন হাসান জুটি তৃতীয় হয়েছেন।

আগামীকাল (বুধবার) বিএসজেএ কার্যালয়ে কলব্রিজ ইভেন্ট অনুষ্ঠিত হবে।

এবারের আয়োজনে বিএসজেএ’র সদস্যবৃন্দ দাবা, ব্যাডমিন্টন, শ্যুাটিং, কলব্রিজ, ক্যারম, টেবিল টেনিস, সাঁতার এর বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করবেন। প্রতি ইভেন্টের বিজয়ীদের জন্য থাকছে ট্রফি ও আর্থিক পুরস্কার। সকল ইভেন্টের পারর্ফমেন্সের ভিত্তিতে নির্বাচিত সেরা খেলোয়াড়কে পুরস্কৃত করা হবে।

এই আয়োজনের ইভেন্ট পার্টনার ওয়ালটনের জনপ্রিয় ব্র্যান্ড মার্সেল।






আরও খবর


সম্পাদক : এ এইচ এম তারেক চৌধুরী, সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪
প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০।
নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৬৭৭২১৯৮৮০।
e-mail: [email protected], web: 71sangbad.com